আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আইসিসির সমালোচনায় ইউসুফ

স্পোর্টস ডেস্ক

আইসিসির সমালোচনায় ইউসুফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনের যৌক্তিক দাবি করেছিল বাংলাদেশ। কিন্তু ভারতের প্রভাবে আইসিসি বাংলাদেশকে চাপে ফেলে বিশ্বকাপ থেকেই বাদ দিয়েছে। আইসিসির অন্যায় সিদ্ধান্তের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। এতে ক্রিকেট বিশ্বে সমালোচনা ঝড় উঠেছে।

বিজ্ঞাপন

আইসিসির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করলেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, বাংলাদেশের প্রতি ন্যায়বিচার করেনি আইসিসি। আইসিসির ধারাবাহিকতা ও প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইউসুফ।


এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা ও আফগানিস্তান মিলে যে পরিমাণ দর্শকসংখ্যা, প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০ দেশ মিলে ১৭ কোটি ৮০ লাখ দর্শক। বাংলাদেশের একার ১৬ কোটি ৬০ লাখ দর্শক।’

ইউসুফ আরো বলেন, ‘বিশ্বব্যাপী যে একটি খেলা দর্শকদের ওপর নির্ভরশীল, সেখানে বাংলাদেশের বৈধ নিরাপত্তা উদ্বেগকে উপেক্ষা করায় আইসিসির ধারাবাহিকতা ও প্রশাসনিক দক্ষতার সম্পর্কে গুরুতর প্রশ্ন উঠে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, সেখানে ন্যায্যতা হারিয়ে যায়। ক্রিকেটকে প্রভাবিত করে নয়, নীতি দ্বারা পরিচালিত হতে হবে।’

উল্লেখ, বাংলাদেশকে বাদ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হয়েছে স্কটল্যান্ড। বাংলাদেশের গ্রুপ ‘সি’ গ্রুপে পাকিস্তান, জিম্বাবুয়ে ইংল্যান্ডে বিপক্ষে খেলবে বাছাই পর্ব উতরাতে না পারা এ দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন