আফ্রিকান কাপ অব নেশনসে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করল নাইজেরিয়া। ‘সি’ গ্রুপের ম্যাচে নাইজেরিয়া ৩-২ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। অন্যদিকে জয়ের সমীকরণে মাঠে নেমেও অপেক্ষায় থাকতে হচ্ছে সেনেগালকে। সাদিও মানের দল ১-১ গোলে ড্র করেছে ডিআর কঙ্গোর সঙ্গে। অন্য ম্যাচে বতসোয়ানাকে ১-০ গোলে হারিয়েছে বেনিন। তাদেরও অপেক্ষায় থাকতে হচ্ছে শেষ ষোলর জন্য।
তিউনিসিয়ার বিপক্ষে নাইজেরিয়া খেলেছে দাপট দেখিয়ে। তাতে ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় ‘সুপার ঈগল’খ্যাত দলটি। নাইজেরিয়ার হয়ে প্রথমার্ধের ৪৪ ও ৫০তম মিনিটে দুটি গোল করেন ভিক্টর ওসিমেন ও উইলফ্রেড এনদিদি। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭তম মিনিটে গোল করেন আলেমোলা লুকমান। এরপর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় তিউনিসিয়া। ৭৪ মিনিটে হেডে মুনতাসার তালবি আর ৮৭ মিনিটে আলী আবদি পেনাল্টি থেকে গোল করে সমতার সম্ভাবনা জাগিয়ে তোলেন। তবে শেষদিকে রক্ষণদৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছেড়েছে নাইজেরিয়া। এই জয়ে ২০২১ সালের আসরে হারের প্রতিশোধও নিয়ে নিল নাইজেরিয়া। গ্রুপে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে নাইজেরিয়া। তিন পয়েন্ট নিয়ে দুইয়ে তিউনিসিয়া। দুই ম্যাচে এক পয়েন্ট করে নিয়ে তিন ও চারে তানজানিয়া ও উগান্ডা।
অন্য ম্যাচে ৬১ মিনিটে ডিআর কঙ্গো এগিয়ে যায় সেদ্রিক বাকামবুর গোলে। তবে আট মিনিট পরই সেনেগালকে সমতায় ফেরান সাদিও মানে। শেষ পর্যন্ত ১-১ সমতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। ‘ডি’গ্রুপে সেনেগাল ও ডিআর কঙ্গো দুদলের পয়েন্টই চার করে। সামনের ম্যাচে দুদলের ভাগ্য নির্ধারিত হতে পারে। বেনিন তিন পয়েন্ট নিয়ে তিনে আছে। টানা দুই ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বতসোয়ানার। বেনিনের জয়ে একমাত্র গোলটি করেন ইয়োহান রোচ। তাদের শেষ ষোলোর হিসাব-নিকাশ এখন সমীকরণের হাতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

