আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তিন সন্তানসহ প্রাণ হারালেন স্প্যানিশ কোচ

স্পোর্টস ডেস্ক

তিন সন্তানসহ প্রাণ হারালেন স্প্যানিশ কোচ

ছুটি কাটাতে গিয়ে ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় তিন সন্তানসহ প্রাণ হারিয়েছেন স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ার নারী দলের কোচ ফার্নান্দো মার্টিন। দুর্ঘটনায় ৪৪ বছর বয়সি এই কোচের সঙ্গে থাকা তার স্ত্রী ও এক কন্যা বেঁচে গেছেন।

এ ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতিতে শোক প্রকাশ করেছে ভ্যালেন্সিয়া সিএফ। তারা লিখেছে, ‘স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া তথ্যানুযায়ী, ইন্দোনেশিয়ায় নৌকাডুবির ঘটনায় আমাদের ফেমেনিনো বি (নারী) দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তার তিন সন্তানের মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত।’

বিজ্ঞাপন

জানা যায়, জনপ্রিয় পর্যটন এলাকা লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে বৈরী আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন