মুশফিকের বিদায়ে যা বললেন সাবেক ও বর্তমান সতীর্থরা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৮: ০০

বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তের কথা জানান মুশফিকুর রহিম। এরপর থেকেই একে একে তার সাবেক ও বর্তমান সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন শুভকামনা।


তামিম ইকবাল
এমন একজন ব্যক্তি আজ অবসর নিলেন, যার সঙ্গে আমার ২০-২৫ বছরের অভিযাত্রা। একটা স্ট্যাটাসে আমি আসলে বোঝাতে পারতাম না তার প্রতি আমার অনুভূতি কেমন। আপনারা সবাই জানেন মুশফিক কিছুক্ষণ আগে ওয়ানডে থেকে অবসর নিয়েছে। মুশফিককে আমি এতটুকুই বলতে চাই যে- দোস্ত, তোর সঙ্গে আমার খেলার শুরু অনূর্ধ্ব-১৫ থেকে এবং আমি তোকে ধাপে ধাপে বেড়ে উঠতে দেখেছি। অনেকেরই তার কঠোর পরিশ্রমটা দেখার সুযোগ হয়নি। আমি দেখেছি যে, একটি ছেলে কত কষ্ট করতে পারে। একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব, আমার কাছে মনে হয় সে সবই করেছে, এখনো করে যায়। তার নিবেদন, খেলার প্রতি ভালোবাসা, এটা বিশাল। বন্ধু, তুমি যা কিছুই অর্জন করেছ, বাংলাদেশের জন্য অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যা করেছ, এসব বছরের পর বছর মনে রাখা হবে। অন্তত ১০০টি টেস্ট খেল, যেটা বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলেনি। আমি এটা আশা করব, ১০০তম টেস্ট অবশ্যই খেলবি।

মাহমুদউল্লাহ রিয়াদ
প্রিয় মুশফিক, দারুণ ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। এখনো মনে পড়ে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে সেঞ্চুরির ওই মুহূর্তটি। এটাই দেখিয়েছে, আপনার খেলার প্রতি কেমন সম্মান ও নিবেদন। পাশাপাশি দেখিয়েছে একদম সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার জন্য আপনার কঠোর পরিশ্রমের মানসিকতা। এটা অন্য ক্রিকেটারদের অনেক বেশি অনুপ্রেরণা জোগায়। সন্দেহাতীতভাবে আপনি বাংলাদেশ ক্রিকেটের রত্ন। লাল বলের জার্নির জন্য শুভকামনা, কিংবদন্তি।

মাশরাফি বিন মুর্তজা
তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কত শত স্মৃতি! ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে, কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। আশা করি সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরো।

তাওহিদ হৃদয়
বগুড়া স্টেডিয়ামে আপনি প্র্যাকটিস করছেন শুনে ছোটবেলায় আপনাকে দেখার আশায় স্টেডিয়ামের গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে ওডিআইয়ের আন্তর্জাতিক ক‍্যাপ আপনার হাত থেকে গ্রহণ করা এবং একই ড্রেসিংরুম শেয়ার করা আমার কাছে রূপকথার গল্পের থেকে কম নয়। এরকম লাখো ছেলের আইডল আপনি, যার জন‍্য আমার মতো অনেকেই আপনাকে একবার দেখবে বলে কতদিন অপেক্ষা করেছে। আপনি আমার আইডল, কতটা গুরুত্বপূর্ণ আপনি তা হয়তো বুঝতেও পারবেন না। যদিও আমি এই আকস্মিকতায় ভাষা হারিয়ে ফেলেছি, তবুও শুভ অবসর আমার আদর্শ মুশফিকুর রহিম। আমি যে কারো চেয়ে আপনাকে অনেক বেশি মিস করব।

শরিফুল ইসলাম
শুভ বিদায় মুশফিকুর রহিম ভাই। আপনি আমার কাছে একজন অনুপ্রেরণার নাম। আমি যখন বোলিং প্রান্তে থাকি, আপনি কিপিং প্রান্তে। সেই মুহূর্তটা মিস করব, সে সময় যেভাবে সাপোর্ট করতেন ভালো ডেলিভারি করার জন্য, সেটা অসাধারণ। আমার কাছে আপনি সব সময়ই সেরা। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটকে এত সুন্দর সময় উপহার দেওয়ার জন্য। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা।

তাসকিন আহমেদ
একটি যুগের অবসান। মুশি ভাই, আপনাকে ছাড়া বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটকে মনে করাটাও কঠিন। আপনার আবেগ, নিবেদন ও লড়াইয়ের মানসিকতা আমাদের সবার জন্য অনুপ্রেরণার। এটা আমার জন্য সম্মানের যে, আপনার সঙ্গে একই মাঠে খেলেছি এবং অনেক কিছু শিখেছি। আপনার পরবর্তী জীবনের জন্য শুভকামনা। আপনার উত্তরাধিকার সব সময় এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত