আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশের চোখ এখন কেবল সমীকরণে: তানজিদ

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের চোখ এখন কেবল সমীকরণে: তানজিদ
তানজিদ হাসান তামিম

কঠিন এক সমীকরণের সামনে বাংলাদেশ। আগামীকাল শ্রীলঙ্কার কাছে আফগানিস্তান হারলেই কেবল বাংলাদেশ পাবে সুপার ফোরের টিকিট। আর কোনো কারণে শ্রীলঙ্কা যদি হারে, সেটা হতে হবে বিশাল ব্যবধানে। আফগানদের বিপক্ষে ৮ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে তানজিদ হাসান তামিম জানিয়েছেন, এখনো সুপার ফোরে উঠার আশায় রয়েছে দল। তাই এখন সমীকরণের দিকেই তাকিয়ে তারা। এনিয়ে ওপেনার তানজিদ বলেন, ‘এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে, সেটার দিকেই তাকিয়ে থাকব।’

বিজ্ঞাপন

জটিল এক সমীকরণের মুখোমুখি বাংলাদেশ। কিন্তু তারপরও হংকংয়ের বিপক্ষে ৭ উইকেট আর ১৪ বলের চেয়ে বেশি ব্যবধানে জয় না পাওয়ায় কোনো আক্ষেপ নেই লাল-সবুজের প্রতিনিধিদের। এ নিয়ে তানজিদ বলেন ‘এটা নিয়ে আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে।

আফগানিস্তান ম্যাচে রান রেট বাড়ানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। তানজিদও বললেন তেমনটা, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগ ছিল আমাদের। আমাদের দলের জন্য ভালো হতো হয়তো হলে। হয়নি, এখন কিছু করার নেই। কারণ, আমাদের ম্যাচ এটা জিততেই হতো। ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার।’

ম্যাচসেরা নাসুম আহমেদকে জয়ের কৃতিত্ব দিতে ভুলেননি তানজিদ, ‘নাসুম ভাই এর আগেও যখন নেদারল্যান্ডস সিরিজে এসেই ম্যাচসেরা হয়েছেন। এটা অনেক দারুণ ও ইতিবাচক জিনিস বলব যে, উনি যখনই একাদশে আসেন, তখনই চেষ্টা করেন নিজের সেরাটা দিয়ে বল করার।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...