দুই দিন না যেতেই নতুন চাকরিতে ইনজাগি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১৩: ৫৫

ট্রফিশূন্য মৌসুম শেষে গত ৩ জুন সমঝোতার ভিত্তিতে ইন্টার মিলান ছাড়েন সাইমন ইনজাগি। আপাত দৃষ্টিতে পারস্পরিক সমঝোতা মনে হলেও তাকে যে সান সিরোর ক্লাবটি বরখাস্ত করেছে সেটা বুঝতে বাকি নেই কারও। তাতে অবশ্য দুই দিনও বেকার থাকতে হলো না ইনজাগিকে। তার নতুন ঠিকানা এখন আল হিলাল।

সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ইনজাগি। এই ইতালিয়ান কোচের সঙ্গে চুক্তি স্বাক্ষরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে আল হিলাল। ক্যাপশনে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস আমাদের ঢেরায় চলে এসেছেন।’

বিজ্ঞাপন

আল হিলাল থেকে ইনজাগি কেমন পারিশ্রমিক পাবেন সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। ইউরোপের খ্যাতনামা ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, সৌদি আরবের শীর্ষ ক্লাবটি থেকে মৌসুমে ২৬ মিলিয়ন ইউরো পাবেন ৪৯ বছর বয়সী কোচ।

লাজিও ছেড়ে ২০২১ সালে ইন্টারের দায়িত্ব নেন ইনজাগি। গত পাঁচ মৌসুমে তার কোচিংয়ে একটি লিগ শিরোপা, দুটি ইতালিয়ান কাপ ও তিনটি ইতালিয়ান সুপার কাপের শিরোপা ঘরে তোলেছে ইন্টার। এছাড়া সবশেষ তিন মৌসুমের মধ্যে দুইবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। সবশেষ আসরের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয় ইন্টারের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত