চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১৬: ২০
আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১৬: ৩৫

এশিয়া কাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। অবশ্য ঘুরে দাঁড়াতেও বেশি সময় নিলো না তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাইনিজ তাইপেকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে বাংলাদেশ- জিতেছে ৮-৩ গোলে।

নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আগামী সোমবার (১ সেপ্টেম্বর) মাঠে নামবে মশিউর রহমান বিপ্লবের দল। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বরে আছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় চাইনিজ তাইপের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের জন্য। এমন সমীকরণে হতাশ হতে হয়নি তাদের। রীতিমতো গোল উৎসব করেই প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন রাকিবুল হাসান, মোহাম্মদ আব্দুল্লাহ ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন সোহানুর রহমান সবুজ ও রেজাউল বাবু।

চাইনিজ তাইপের হয়ে দুইবার লক্ষ্যভেদ করেন তুসাং ইউই। একবার গোলের খাতায় নাম লেখান তুসাং জেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত