ঘরের মাঠে শেষ ম্যাচে অতিথি মেসির পুরো পরিবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬: ০০
লিওনেল মেসি ও তার পরিবার

বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গেছেন। এবার বিদায় বলার অপেক্ষা। কেননা, বয়সটা দেখতে দেখতে ৩৮ পূর্ণ করে ফেলেছেন লিওনেল মেসি। সবারই ধারণা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ খেলেই অবসরে চলে যাবেন। গুডবাই জানিয়ে দেবেন আন্তর্জাতিক ফুটবলকে। সে হিসাবে ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচটি খেলতে পারেন মেসি আগামীকাল শুক্রবার। বাংলাদেশ সময় ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি হতে পারে প্রিয় জন্মভূমিতে দেশের হয়ে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

বিজ্ঞাপন

দেশের মাঠে এটা হতে পারে তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। সে আভাস দিয়ে রেখেছেন মেসি নিজেই, ‘এ ম্যাচটি আমার জন্য খুব, খুব বিশেষ। কারণ, এটা বাছাই পর্বের শেষ ম্যাচ (আর্জেন্টিনায়)।’
বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ সময় ১০ সেপ্টেম্বর ভোরে; প্রতিপক্ষ ইকুয়েডর। তবে এ ম্যাচটি হবে ইকুয়েডরের মাটিতে।

আর্জেন্টিনার মাটিতে দেশের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি মেসির কাছে বিশেষ। তাই আবেগের এই ম্যাচে পুরো পরিবার নিয়ে হাজির হতে চান মাঠে। এ নিয়ে মেসি জানিয়েছেন, ‘এরপর আর কোনো প্রীতি ম্যাচ বা অন্য কিছু হবে কি না জানি না। তবে এ ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন- সবাই থাকবেন আমার সঙ্গে। একসঙ্গে সবাই উপভোগ করব। এরপর কি হবে জানি না।’


মেসি এখনই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে চলে যাক- এটা মানতে নারাজ তার সাবেক সতীর্থ ও আর্জেন্টিনার সাবেক গোলকিপার ফ্রাঙ্কো আরমানি। ৩৮ বছর বয়সে আরমানি নিজেও খেলে যাচ্ছেন ক্লাব ফুটবলে। রিভার প্লেট ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে মেসির অবসর নিয়ে আরমানি বলেন, ‘আশা করি মেসি এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। সে ভালোভাবে ভেবে দেখুক। কারণ, কেউই এই বিদায়ের জন্য প্রস্তুত নয়। বৃহস্পতিবারের পর যেন আরো একবার ভাবে সে এ ব্যাপারে।’


আর্জেন্টিনার আকাশি-নীল-সাদা জার্সিতে মেসির অভিষেক ২০০৫ সালে। এরপর দেশের হয়ে খেলেছেন টানা ২০ বছর। গত দুই দশকে মেসি আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন ১৯৩ ম্যাচে। গোল করেছেন সব মিলিয়ে ১১২টি। রেকর্ড আটবার পেয়েছেন ব্যালন ডি’অর ট্রফির দেখা।

২০২২ কাতার বিশ্বকাপের সোনালি ট্রফির সঙ্গে দুটি কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন। অলিম্পিক স্বর্ণপদক তো জিতে রেখেছিলেন ২০০৮ সালেই। সম্ভাব্য অর্জনের সবটুকু স্বাদই পেয়েছেন ফুটবল জাদুকর। তাই তার বিদায় এখন কেবল সময়ের অপেক্ষা মাত্র।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত