আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সেঞ্চুরিতে ব্রিটসের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
সেঞ্চুরিতে ব্রিটসের অনন্য কীর্তি

নারী ওয়ানডে বিশ্বকাপের চলতি আসরে প্রথম ম্যাচে ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার তাজমিন ব্রিটস। এক ম্যাচ বাদেই অফ ফর্ম থেকে বের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি দিয়ে অনন্য কীর্তিতে নাম লেখালেন ব্রিটস। প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে পাঁচটি সেঞ্চুরি করে ব্রিটস পেছনে ফেলেছেন ভারতের স্মৃতি মান্ধানাকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় নেমে ম্যাচ জয়ী ১০১ রানের ইনিংস খেলেন ব্রিটস। তার ৮৯ বলের ইনিংসে ছিল ১৫ চার ও এক ছক্কা। নারী ওয়ানডেতে এ নিয়ে চলতি বছর পঞ্চম সেঞ্চুরি হাঁকালেন প্রোটিয়া ওপেনার। ৩৪ বছর বয়সি ব্রিটস ভেঙে দিলেন মান্ধানার রেকর্ড। নারী ক্রিকেটারদের মধ্যে মান্ধানাই কেবল এক পঞ্জিকাবর্ষে দুদফার চারটি ওয়ানডে সেঞ্চুরির স্বাদ পান (২০২৪ ও ২০২৫ সালে)। চলতি বিশ্বকাপেই ভারতীয় ওপেনারের সামনে সুযোগ আছে ব্রিটসের পাশে বসার।

বিজ্ঞাপন

ব্রিটস ওয়ানডেতে এই বছরের শুরুটা করেন সেঞ্চুরি দিয়ে। গত এপ্রিলে ত্রিদেশীয় সিরিজে কলম্বোয় ভারতের বিপক্ষে খেলেন ১০৭ বলে ১০৯ রানের ইনিংস। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে দুই সিরিজে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন আরো তিনবার। জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ৯১ বলে ১০১। এরপর সেপ্টেম্বরে পাকিস্তান সফরে প্রথম ম্যাচে করেন ১২১ বলে অপরাজিত ১০১। পরের ম্যাচে খেলেন ১৪১ বলে অপরাজিত ১৭১ রানের ইনিংস, যা তার ক্যারিয়ার সেরা।

উড়ন্ত ফর্ম নিয়ে বিশ্বকাপে পা রেখে প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে আউট হয়ে যান ৫ রান করে, দলুও হারে ১০ উইকেটের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পায় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে দলকে জয় এনে দিতে বড় ভূমিকা রাখেন ব্রিটসের সেঞ্চুরি। এ নিয়ে ৪১ ওয়ানডে ইনিংসে ব্রিটসের সেঞ্চুরি হলো সাতটি। তার চেয়ে কম ইনিংসে সাত সেঞ্চুরি করতে পারেননি আর কেউ। তিন ইনিংস বেশি খেলে ৭ সেঞ্চুরি ছুঁয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগ ল্যানিং (৪৪ ইনিংস)। ৫০ এর কম ইনিংসে খেলে এই নজির নেই আর কারো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন