আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগান সিরিজ

সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৯১

স্পোর্টস রিপোর্টার
সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৯১

বাংলাদেশের বোলারদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাই লড়াই করলেন ইব্রাহিম জাদরান। তবে ৫ রানের জন্য পেলেন না সেঞ্চুরির দেখা। তার ৯৫ রানের দাপুটে ইনিংসের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৯০ রানের পুঁজি গড়েছে আফগানিস্তান। সিরিজে টিকে থাকতে এখন মেহেদি হাসান মিরাজদের দরকার ১৯১ রান। কেননা সিরিজের প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে রয়েছে আফগানরা।

বিজ্ঞাপন

মোহাম্মদ নবি ও আল্লাহ মোহাম্মদ গজানফার সমান ২২ রান করে যোগ করেন দলীয় স্কোরে। নাঙ্গেয়ালিয়া খারোতে ১৩ ও ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ১১ এনে দেন। বাকি ব্যাটসম্যানরা সন্তুষ্ট থেকে যান সিঙ্গেল ডিজিটে।

বাংলাদেশের জার্সিতে ৩ উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

তার আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে যায় বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। আফগানদের আমন্ত্রণে শুরুতে ফিল্ডিং করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর


আফগানিস্তান: ১৯০, ৪৪.৫ ওভার (জাদরান ৯৫, নবী ২২, গজানফার ২২, খারোতে ১৩, গুরবাজ ১১; মিরাজ ৩/৪২, তানজিম ২/৩৫, রিশাদ ২/৩৭ ও তানভীর ১/৩৫)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন