ওভাল টেস্ট

ওভালে গিলের রেকর্ড, ভারত ৭২/২ নিয়ে লাঞ্চে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৯: ০৮
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ২৩: ৩৫
শুভমান গিল

সবমিলিয়ে দু’দলের একাদশে আটটি বদল! ইংল্যান্ড তো মাঠে নামলো নতুন অধিনায়ক নিয়েই। বেন স্টোকসের বদলে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্টে ওভালে টস করতে নামলেন ওলিও পোপ। টসে জিতলেনও। ওভালের বাউন্সি উইকেটে আগে বোলিং নিল ইংল্যান্ড। প্রথমদিনের প্রথম সেশন শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭২ রান।

বিজ্ঞাপন

প্রথম সেশনের ম্যাচ পরিস্থিতি জানাচ্ছে রান এবং উইকেটের এই হিসেব প্রায় সমান সমান। অর্থাৎ উভয় দল উইন উইনের সমান হাসি নিয়ে প্রথম সেশন শেষ করলো। বৃষ্টির কারণে একটু আগেভাগে লাঞ্চের ঘোষণা দিলেন আম্পায়াররা।

প্রথম সেশনে সবমিলিয়ে খেলা হলো ২৩ ওভার। আর সিরিজের শেষ এই টেস্টে অনেকগুলো ব্যক্তিগত রেকর্ডের সামনে দাড়িয়ে থাকা ভারত অধিনায়ক শুভমান গিল ব্যাটিংয়ের শুরুতেই একটা রেকর্ড করে ফেললেন। কোনো এক টেস্ট সিরিজে ভারত অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক এখন শুভমান গিল। তিনি টপকে গেলে সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের ৭৩২ রানের রেকর্ডকে। গাভাস্কার ১৯৭৮-৭৯ সালে এই কৃতিত্ব গড়েছিলেন। শুভমান গিলের ব্যাট এখন গাভাস্কারের সেই রেকর্ড ছাড়িয়ে আরো অনেক দুরে যাওয়ার প্রতিশ্রæতি দিচ্ছে। চলতি সিরিজে পেছনের চার টেস্টে গিল করেছেন ৪ সেঞ্চুরি। এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরিও রয়েছে।

ওভালে ভারতের ওপেনিং জুটি জমেনি। দুই ওপেনার যশ^সী যশওয়াল ও কেএল রাহুল জমে ওঠার আগেই বিদায় নেন। যশওয়াল ফিরেন ২ রানে। কেএল রাহুল আউট হন ১৪ রানে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত