হকিতে নারী দলের হার

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ২০: ২৬
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০: ৩৮

চীনের দাঝুতে চলমান এএইচএফ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে প্রথমবারের মতো খেলতে গেছে বাংলাদেশ নারী দল। কিন্তু তাদের প্রথম আসরের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১১-০ গোলে হেরেছে বাংলাদেশ।

ম্যাচের প্রথম কোয়ার্টারে ভালো লড়াই করেছিল তারা। কিন্তু এরপরই হতাশায় পুড়ে দল। প্রথম কোয়ার্টারে এক গোল হজম করে তারা। এর পরের ১৫ মিনিটে আরো দুই গোল করে জাপান। তিন গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর লড়াই জমিয়ে তোলার চেষ্টা করে লাল-সবুজের জার্সিধারীরা। এই কোয়ার্টারে জাপান এক গোল করে। কিন্তু শেষ কোয়ার্টারে সর্বনাশ হয়! ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে বাংলাদেশ নারী দল।

ফলে বড় জয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু হলো তাদের। আজ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ উজবেকিস্তান। অন্যদিকে, গতকাল বাংলাদেশ পুরুষ দলের খেলা ছিল না। আজ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

বিষয়:

হকি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত