আইসিসির সদস্যপদ পেল আরো দুই দেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০২: ০০

আন্তর্জাতিক ক্রিকেটে যুক্ত হলো আরো দুটি দেশ। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সভায় পূর্ব তিমুর ও জাম্বিয়াকে সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

নতুন দুটি দেশ নিয়ে আইসিসির সদস্য সংখ্যা এখন ১১০। যা বিশ্ব ক্রিকেটে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিলো। সংস্থাটির সদস্যপদ পাওয়ায় এখন থেকে তিমুর ও জাম্বিয়ার খেলা সব টি-টোয়েন্টি আন্তর্জাতিক হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘পূর্ব তিমুর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নকে সহযোগী সদস্যপদ দেওয়া হয়েছে। এখন থেকে তারা আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার যোগ্যতা অর্জন করল। এখন থেকে তিমুর ও জাম্বিয়ার খেলা সব টি-টোয়েন্টিই আন্তর্জাতিক মর্যাদা পাবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত