বিদায় লগ্নে দাঁড়িয়ে মন খারাপের কথা শোনালেন ব্রুইনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৫: ০৮

চলমান মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নেবেন, সে ঘোষণা কিছুদিন আগেই দিয়েছেন কেভিন ডি ব্রুইনে। সিটিজেনদের হয়ে মাঠে নামতে পারবেন আর মাত্র ৪ ম্যাচ-ইংলিশ প্রিমিয়ার লিগে ৩ রাউন্ড এবং এফএ কাপের ফাইনাল। বিদায় লগ্নে দাঁড়িয়ে ক্লাবকে ঘিরে হওয়া মন খারাপের কথা শোনালেন এই বেলজিয়ান তারকা ফুটবলার।

ম্যানসিটির সঙ্গে ডি ব্রুইনের চুক্তির মেয়াদ আছে চলমান মৌসুম পর্যন্ত। যদিও ম্যানচেস্টারের ক্লাবটি থেকে নতুন চুক্তির প্রস্তাব পাননি। মাঝমাঠের অতন্দ্র প্রহরীর আক্ষেপটা ঠিক এই জায়গাটাতেই। যদিও এবারই প্রথম নয়, এই ইস্যুতে আগেও নিজের মন খারাপের কথা বলেছেন। এবার আরও একবার গণমাধ্যমে বিষয়টির পুনরাবৃত্তি করলেন ডি ব্রুইনে।

বিজ্ঞাপন

প্রিমিয়ার লিগে শুক্রবার (২ মে) দিবাগত রাতে উলভসকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি করেন ডি ব্রুইনে। এরপর তিনি বলেন, ‘আমি চলে যাবো এজন্য সতীর্থদের মধ্যে অনেকেই কষ্ট পাচ্ছে। অবশ্য জীবন অনেক সময় এমই হয়। আমি যেমন পারফরম্যান্স করেছি, সতীর্থদের সঙ্গে এখনও আমার যে বোঝাড়পা সেটা দারুণ। এখনও সবটুকু উজাড় করে দিচ্ছি। ম্যানিসিটিকে জেতানোর জন্য মরিয়া থাকি। এসব বিষয়ই পরিষ্কার, আমি এখনও ম্যানসিটির হয়ে খেলার মতো অবস্থায় আছি। নাহলে তো গত কয়েক সপ্তাহে এভাবে খেলতে পারতাম না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত