ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম-ইমন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১৮: ৩০

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। অনুমিতভাবেই এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। অন্যদিকে মাত্র এক ম্যাচে জ্বলে উঠেছিলেন পারভেজ হোসেন ইমন। এরপরও তামিমের মতো র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই বাঁহাতি ব্যাটারের।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুজনই ২৮ ধাপ এগিয়েছেন। ৫৩তম স্থানে উঠে এসেছেন তামিম। অন্যদিকে উন্নতির পর বর্তমানে ইমনের অবস্থান ৯৫ নম্বরে।

বিজ্ঞাপন

তিন ম্যাচের মোট ১০৬ রান করেন তামিম। শেষ টি-টোয়েন্টিতে খেলেন সর্বোচ্চ ৪২ রানের ইনিংস। অন্যদিকে প্রথম দুই ম্যাচে ইমনের ব্যাট থেকে আসে সাকুল্যে ১২ রান। যদিও শেষ ম্যাচে ক্রিজে টিকে থেকে আগ্রাসী ব্যাটিং করেছেন। ৩৪ বলে ৬৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন এই ওপেনার।

ইমনের এমন দারুণ শুরুর কারণেই স্কোরবোর্ডে ২০০’র কাছাকাছি সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া সিরিজটিতে তিন ম্যাচে ৫১ রান করেন জাকের আলী অনিক। তিন ধাপ এগিয়ে ৬৮ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত