হামজাদের ম্যাচের টিকিট মিলবে অনলাইনে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২১: ১১
আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২৩: ০০

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ ম্যাচটি জাতীয় স্টেডিয়ামেই আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে ম্যাচের ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়ামের নাম এএফসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঠ পুরোপুরি প্রস্তুত করার জন্য ২২ মে পর্যন্ত ডেটলাইন দিয়েছে এএফসি। আশা করা হচ্ছে, এই ডেটলাইনের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। গতকাল জাতীয় স্টেডিয়ামে বাফুফে কম্পিটিশন কমিটির বৈঠক ছিল। এ বৈঠক শেষে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তারা গ্যালারি ও মাঠ পর্যবেক্ষণ করেন। দর্শকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও সুন্দর পরিবেশ উপহার দিতে চায় বাফুফে।

কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সপ্তাহে সপ্তাহে সভায় বসব এবং পর্যবেক্ষণ করব। সমর্থকদের জন্য আমরা ভালো পরিবেশ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।’

বিজ্ঞাপন

জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবে বাফুফে। তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’ প্রাথমিকভাবে সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। পাশাপাশি অন্য ক্যাটাগরির টিকিটও থাকবে।

সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। ম্যাচটির সম্ভাব্য তারিখ ৫ জুন নির্ধারিত হলেও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এ ম্যাচে খেলতে পারেন দেওয়ান হামজা চৌধুরী। গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে এই সাড়া জাগানো ফুটবলারের অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবেন হামজা। এই ফুটবলারের আগমনে দেশের ফুটবল জেগে উঠেছে। স্বাভাবিকভাবেই জাতীয় স্টেডিয়ামে দর্শকের ঢল নামতে পারে। এজন্য আগাম ব্যবস্থা নিচ্ছে বাফুফে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত