
স্পোর্টস রিপোর্টার

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ ম্যাচটি জাতীয় স্টেডিয়ামেই আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে ম্যাচের ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়ামের নাম এএফসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঠ পুরোপুরি প্রস্তুত করার জন্য ২২ মে পর্যন্ত ডেটলাইন দিয়েছে এএফসি। আশা করা হচ্ছে, এই ডেটলাইনের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। গতকাল জাতীয় স্টেডিয়ামে বাফুফে কম্পিটিশন কমিটির বৈঠক ছিল। এ বৈঠক শেষে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তারা গ্যালারি ও মাঠ পর্যবেক্ষণ করেন। দর্শকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও সুন্দর পরিবেশ উপহার দিতে চায় বাফুফে।
কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সপ্তাহে সপ্তাহে সভায় বসব এবং পর্যবেক্ষণ করব। সমর্থকদের জন্য আমরা ভালো পরিবেশ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।’
জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবে বাফুফে। তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’ প্রাথমিকভাবে সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। পাশাপাশি অন্য ক্যাটাগরির টিকিটও থাকবে।
সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। ম্যাচটির সম্ভাব্য তারিখ ৫ জুন নির্ধারিত হলেও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এ ম্যাচে খেলতে পারেন দেওয়ান হামজা চৌধুরী। গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে এই সাড়া জাগানো ফুটবলারের অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবেন হামজা। এই ফুটবলারের আগমনে দেশের ফুটবল জেগে উঠেছে। স্বাভাবিকভাবেই জাতীয় স্টেডিয়ামে দর্শকের ঢল নামতে পারে। এজন্য আগাম ব্যবস্থা নিচ্ছে বাফুফে।

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এ ম্যাচটি জাতীয় স্টেডিয়ামেই আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে ম্যাচের ভেন্যু হিসেবে জাতীয় স্টেডিয়ামের নাম এএফসির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঠ পুরোপুরি প্রস্তুত করার জন্য ২২ মে পর্যন্ত ডেটলাইন দিয়েছে এএফসি। আশা করা হচ্ছে, এই ডেটলাইনের মধ্যে মাঠ পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। গতকাল জাতীয় স্টেডিয়ামে বাফুফে কম্পিটিশন কমিটির বৈঠক ছিল। এ বৈঠক শেষে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তারা গ্যালারি ও মাঠ পর্যবেক্ষণ করেন। দর্শকদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা ও সুন্দর পরিবেশ উপহার দিতে চায় বাফুফে।
কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সপ্তাহে সপ্তাহে সভায় বসব এবং পর্যবেক্ষণ করব। সমর্থকদের জন্য আমরা ভালো পরিবেশ দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব।’
জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির ব্যবস্থা করবে বাফুফে। তাজওয়ার আউয়াল বলেন, ‘আমরা অনলাইনে টিকিট বিক্রি করব। টিকিটের দাম কত হবে সেটা মার্কেটিং কমিটি ও ফেডারেশনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে। পরে ফেডারেশনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।’ প্রাথমিকভাবে সাধারণ গ্যালারির জন্য ১৮ হাজার ৩০০ টিকিট বিক্রি করবে বাফুফে। পাশাপাশি অন্য ক্যাটাগরির টিকিটও থাকবে।
সিঙ্গাপুর ম্যাচের আগে জাতীয় স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। ম্যাচটির সম্ভাব্য তারিখ ৫ জুন নির্ধারিত হলেও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। এ ম্যাচে খেলতে পারেন দেওয়ান হামজা চৌধুরী। গত মার্চে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে এই সাড়া জাগানো ফুটবলারের অভিষেক হয়েছে। এবার ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবেন হামজা। এই ফুটবলারের আগমনে দেশের ফুটবল জেগে উঠেছে। স্বাভাবিকভাবেই জাতীয় স্টেডিয়ামে দর্শকের ঢল নামতে পারে। এজন্য আগাম ব্যবস্থা নিচ্ছে বাফুফে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ তাদের সামনে ছিল সিরিজ জয়ের মোক্ষম সুযোগ। তবে সেটা হতে দিলেন না ফাহিম আশরাফ-সাইম আইয়ুবরা।
৬ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলার পর ছুটিতে গেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাকে ছাড়াই গত বৃহস্পতিবার থেকে ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। ঢাকায় না থাকলেও কোচ কাবরেরার ছকেই দলের অনুশীলন হচ্ছে বলে জানালেন সহকারী কোচ হাসান আল মামুন।
৮ ঘণ্টা আগে
প্রথম দুই টি-টোয়েন্টিতে আগেই হার মেনেছিল বাংলাদেশ। এবার শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতেও মিলল না সান্ত্বনার জয়। ছন্দটা ধরে রেখে এবারও জিতল ওয়েস্ট ইন্ডিজ। জয়টা এসেছে ৫ উইকেটে- ১৯ বল হাতে রেখেই।
৮ ঘণ্টা আগে
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে হেরে অস্ট্রেলিয়া বিদায় নিতেই অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ম্যাচশেষে হিলি জানান, এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। সে হিসাবে পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন এই অজি তারকা।
৯ ঘণ্টা আগে