আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উপজেলা পর্যায়ের ক্রিকেটারদেরও ডাটাবেজ হবে: বুলবুল

বরিশাল অফিস
উপজেলা পর্যায়ের ক্রিকেটারদেরও ডাটাবেজ হবে: বুলবুল
আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের প্রতিটি উপজেলা পর্যায়ের ক্রিকেটারকে ডাটাবেজের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। যেখানে ব্যাটসম্যান-বোলার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়ের তথ্য থাকবে। প্রতিটি উপজেলার খেলোয়াড়দের ডাটাবেজ বোর্ডের সিস্টেমের কাছে রাখা হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের টেস্ট মর্যাদার স্বীকৃতির রজতজয়ন্তী উপলক্ষে বরিশাল জীবনানন্দ দাস স্টেডিয়ামে রোববার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বুলবুল বলেন, ‘জেলার কোচরা প্রতিটি উপজেলার খেলোয়াড়কে চিনবেন। কোন কোন উপজেলায় কতজন লেগস্পিনার রয়েছে, কতজন পেসার রয়েছে, কতজন ব্যাটসম্যান রয়েছে, তা তারা জানবেন। জেলা কোচ সবকিছু বিভাগের কাছে রিপোর্ট করবেন। আর সব জেলা মিলিয়ে যখন একটি শক্তিশালী বিভাগীয় দল হবে, তখন আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা চাই বরিশালের প্রতিটি খেলোয়াড় সিস্টেমের মাধ্যমে বরিশালকে প্রতিনিধিত্ব করুক। বরিশালে বিপিএল হলে স্টেডিয়ামের পুরো গ্যালারি দর্শকে ভরে যাবে-এটা বলতেই পারি।’


১০-১৫ বছর বরিশালে লিগ হচ্ছে না- এ আক্ষেপ জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, খেলা না হওয়ার কারণে কত হাজার ক্রিকেটার আমরা নষ্ট করে ফেলেছি, সেটা ভেবে লজ্জা পাওয়া উচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন