ডিপিএল

কেন নেই নারী আম্পায়ার?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৮: ০০

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সবশেষ ২০২৪-২৫ মৌসুমে সুপার লিগের প্রাইম ব্যাংক-মোহামেডান ম্যাচে দায়িত্ব পালন করেন সাথিরা জাকির জেসি। ওই ম্যাচে জেসির থাকা না থাকা নিয়ে হয়েছিল বেশ জলঘোলা। ঠিক কী কারণে ওই দিন আম্পায়ার নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেটা এখনো পরিষ্কার নয়। ওই ঘটনার পর ডিপিএলের আর কোনো ম্যাচে অনফিল্ডে নারী আম্পায়ার দেখা যায়নি। ওই ধারাবাহিকতা এখন পর্যন্ত বজায় আছে এবারের ডিপিএলেও।

চলমান ডিপিএলে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন সাথিরা জাকির জেসি। মোহামেডান-ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও প্রাইম ব্যাংক-ধানমন্ডি স্পোর্টস ক্লাব ম্যাচে তিনি দায়িত্ব পালন করেন। তবে অনফিল্ড আম্পায়ার হিসেবে কোনো ম্যাচেই দাঁড়াননি তিনি। নারীদের আন্তর্জাতিক ম্যাচের সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইভেন্টে নিয়মিত দায়িত্ব পালন করা জেসিকে কেন অনফিল্ডে দায়িত্ব দেওয়া হয়নি সেই প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আমার দেশকে জানান, জেসির সামগ্রিক ব্যস্ততার কারণে তাকে অনফিল্ডের দায়িত্ব দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

জেসি ছাড়া ডিপিএলে এখন পর্যন্ত কোনো নারী আম্পায়ারকে কোনো ভূমিকাতেই দেখা যায়নি। সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, অন্য নারী আম্পায়াররা আম্পায়ারিংয়ে উন্নতি করতে না পারায় তাদের আপাতত ডিপিএলে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে না। তিনি আরো জানান, ঘরোয়া ক্রিকেটের নিচের স্তরগুলোতে প্রমাণের পর অন্য নারী আম্পায়ারদের প্রিমিয়ার লিগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়া হবে। নারী আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনায় ডিপিএলের আয়োজক ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) থেকে কোনো ধরনের আপত্তি ছিল না বলেও জানান তিনি।

বিষয়টি নিয়ে ডিপিএলের কোঅর্ডিনেটর সাব্বির আহমেদ রুবেল আমার দেশকে বলেন, ‘আম্পায়ার কারা হবে তা নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা নেই। আমরা শুধু ভালো আম্পায়ার দিয়ে ম্যাচ পরিচালনা করতে চাই। বাকি সিদ্ধান্ত আম্পায়ার্স কমিটির। তারা যাকে যোগ্য মনে করবে তাদেরই দায়িত্ব দেবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত