ইংলিশ প্রিমিয়ার লিগের এবার মৌসুমটা চমকে ভরা। শীর্ষ দলগুলোর একের পর এক হোঁচট খেয়েই চলছে। এবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমকে দিলো তলানির দল নিউক্যাসল ইউনাইটেড। হার্ভে বার্নসের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে তারা। সিটির হয়ে একমাত্র গোলটি আসে রুবেন দিয়াসের পা থেকে।
সেন্ট জেমস পার্কে ৬৪তম মিনিটে বার্নসের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। বক্সের বাইরে থেকে নিচু শটে জাল খুঁজে নেন ইংলিশ উইঙ্গার। ৬৮তম মিনিটেই সেই গোল শোধ করে দেন দিয়াস। কর্নার থেকে তৈরি হওয়া বিশৃঙ্খলায় শট নিয়ে সিটিকে ফিরিয়ে আনেন দিয়াস। ডিফ্লেকশন হয়ে বল জালে ঢোকে।
চমক তখনো বাকি। আক্রমণ-প্রতি আক্রমণে ৭০তম মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন বার্নস। গিমারাইসের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে কাছ শট নিয়ে গোল করেন তিনি। ভিএআরে দীর্ঘক্ষণ পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি। শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ করেও জালের দেখা পায়নি সিটি।
এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ম্যান সিটি।
ম্যানসিটিকে হারিয়ে তলানির দল নিউক্যাসলের চমক

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের এবার মৌসুমটা চমকে ভরা। শীর্ষ দলগুলোর একের পর এক হোঁচট খেয়েই চলছে। এবার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চমকে দিলো তলানির দল নিউক্যাসল ইউনাইটেড। হার্ভে বার্নসের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে তারা। সিটির হয়ে একমাত্র গোলটি আসে রুবেন দিয়াসের পা থেকে।
সেন্ট জেমস পার্কে ৬৪তম মিনিটে বার্নসের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। বক্সের বাইরে থেকে নিচু শটে জাল খুঁজে নেন ইংলিশ উইঙ্গার। ৬৮তম মিনিটেই সেই গোল শোধ করে দেন দিয়াস। কর্নার থেকে তৈরি হওয়া বিশৃঙ্খলায় শট নিয়ে সিটিকে ফিরিয়ে আনেন দিয়াস। ডিফ্লেকশন হয়ে বল জালে ঢোকে।
চমক তখনো বাকি। আক্রমণ-প্রতি আক্রমণে ৭০তম মিনিটে আবার গোল করে দলকে এগিয়ে দেন বার্নস। গিমারাইসের হেড ক্রসবারে লেগে ফিরে আসলে কাছ শট নিয়ে গোল করেন তিনি। ভিএআরে দীর্ঘক্ষণ পর্যালোচনার পর গোলের সিদ্ধান্ত দেন রেফারি। শেষ দিকে মরিয়া হয়ে আক্রমণ করেও জালের দেখা পায়নি সিটি।
এই জয়ে ১২ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে উঠে এসেছে নিউক্যাসল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ম্যান সিটি।
