শোয়েব মালিকের বিশ্লেষণ

বাঁচা-মরার লড়াই হিসেবে নিতে হবে

শোয়েব মালিক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭: ০০
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫৫

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আমি খুব আশাবাদী। পাকিস্তানের সামনে তাদেরকে হারানোর মতো সুযোগ আছে। সেই জয়ের ধারা পরবর্তীতে বাংলাদেশের বিপক্ষেও থাকবে আশা করি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হারায় অবশ্যই মনোবল কমেছে, আত্মবিশ্বাসে ভাটা পড়েছে। কিন্তু আমার মনে হয় ছেলেরা নিজেদের চরিত্র পাল্টায়নি। সবাই জয়ের ব্যাপারে ইতিবাচক। দলের মধ্যে ভারতের বিপক্ষে জয়ের সেই সম্ভাবনা আছে। এখন খেলোয়াড়দের দায়িত্ব নিতে হবে।

বিজ্ঞাপন

ম্যাচে অনেক চাপ থাকবে তাই অভিজ্ঞদের হাল ধরতে হবে। ডু অর ডাই ম্যাচ খেলতে হবে। ভারতের বিপক্ষে এভাবেই পরিকল্পনা করতে হবে। সেক্ষেত্রে ম্যাচ জিতে গেলে যে ভালো করবে, সে-ই তারকা হয়ে যাবে। ম্যাচটিতে যথেষ্ট চাপ থাকবে। এরপরও আমাদের জয়ের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হবে। আমার মনে হয় ভারতের বিপক্ষে রক্ষণাত্মক নয় আক্রমণাত্মক পরিকল্পনা হওয়া উচিত। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটির আগে আমি দলকে শুভকামনা জানাচ্ছি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য হতাশাজনক ছিল।

সে ম্যাচে আমাদের খেলোয়াড়রা টেকনিক্যালি অনেক ভুল করেছে। ম্যাচে অন্তত ৬ জন বোলার একাদশে থাকা উচিত ছিল। ভারত নিয়মিত ৬জন বোলার নিয়ে খেলে। অনেক সময় তারা এর চেয়ে বেশি বোলার নিয়েও মাঠে নামে। তাই আমি বলব, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমাদের পরিকল্পনায় অনেক ভুল ছিল। তাই এ মুহূর্তে পাকিস্তান দল একটি কঠিন জায়গায় অবস্থান করছে। এ পরিস্থিতিতে জিততেই হবে। আমি দলের পাশে আছি।

আশা করব নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান যে ভুল করেছিল, সেসবের পুনরাবৃত্তি হবে না। সেদিন আমাদের ব্যাটাররা কম স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছে। সে ম্যাচে দল যদি ডু অর ডাই ক্রিকেট খেলত, তাহলে গল্পটা ভিন্ন হতে পারত। সে ম্যাচে পাকিস্তান ফিল্ডিংয়েও খারাপ করেছে। এ জায়গাটায় ভালো করলেও পরিস্থিতি ভিন্ন হতে পারত।

শোয়েব মালিক: পাকিস্তানের সাবেক ক্রিকেটার

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

দেশে মুক্তি পাচ্ছে জাপানি অ্যানিমে সিরিজ, শিশুদের দেখা নিষেধ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত