দর্শকের ঢল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৯: ০০
আপডেট : ১১ জুন ২০২৫, ০৯: ১৮

হামজা চৌধুরী, ফাহমিদুল ও শমিত সোমরা ফুটবলের যে ক্রেজ তৈরি করলেন, সেটির এক বড় উদাহরণ হয়ে থাকল বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচ। এ ম্যাচে বিপুল উৎসাহ আর উদ্দীপনায় রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দলবেঁধে স্টেডিয়ামে ছুটে আসেন দর্শকরা। ম্যাচের দিন জাতীয় স্টেডিয়াম এলাকা এক রঙিন উৎসবে পরিণত হয়। তবে প্রায় সাড়ে চার বছর ধরে সংস্কার শেষে চকচকে নব সজ্জিত স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পেয়েছেন শুধু সৌভাগ্যবান টিকেটধারী দর্শকরাই।

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় সাধারণ দর্শকদের জন্য জাতীয় স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হয়। ম্যাচের চার-পাঁচ ঘণ্টা আগেই স্টেডিয়ামে হাজির হন দর্শকরা। অনেকে জাতীয় দলের জার্সি পরে, ব্যানার-ফেস্টুন নিয়ে ও রঙিন সাজে ফুটবল আনন্দ উপভোগ করতে স্টেডিয়ামে আসেন। ম্যাচ শুরুর আগে দর্শকদের বাড়তি বিনোদন দেন সংগীত শিল্পী জেফার-মুজা ও সঞ্জয়। স্টেডিয়ামের দক্ষিণ পাশে নির্মিত মঞ্চে নেচে-গেয়ে দর্শক মাতান তারা। তাদের গানের তালে তালে সুর মেলান দর্শকরা। পরে ফুটবলের নির্মল বিনোদন উপভোগ করেন তারা।

বিজ্ঞাপন

সিঙ্গাপুর ম্যাচে টিকিট না পাওয়া দর্শকদের সামলাতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে। গেটের বাধা অতিক্রম করে স্টেডিয়াম চত্বরে প্রবেশ করেন দর্শকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের বের করা সম্ভব হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দীর্ঘদিন পর দর্শকদের আনন্দ-উচ্ছ্বাসে উৎসবে পরিণত হয় জাতীয় স্টেডিয়াম। ফুটবল নিয়ে এমন আগ্রহ বহু দিন দেখা যায়নি। এত দিন ক্রিকেট নিয়ে দর্শকদের এমন উন্মাদনা দেখা যায়নি। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যে নিয়মিত দৃশ্য দেখা যেত, ঠিক সে রকমই উত্তাপ ছড়ানো আমেজপূর্ণ হয়ে ওঠে জাতীয় স্টেডিয়াম। হামজাদের কেন্দ্র করে যে জোয়ার উঠেছে, তাতে সোনালি দিনেই ফিরছে বাংলাদেশের ফুটবল- এটাই বলা যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত