কলম্বোয় আজ বিশ্রামে তাসকিন!

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০: ০০

লম্বা ইনজুরি কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ। প্রত্যাবর্তন ম্যাচে বোলিংটাও করেছেন দারুণ। ৪৫ রানে নেন তিন উইকেট। দারুণ খেলা এই পেসারকে ছাড়াই আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। কোনো ইনজুরি কিংবা কম্বিনেশনজনিত কারণে নয়, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ইনজুরিপ্রবণ এই পেসারকে বিশ্রামে রাখার সিদ্ধান্তের ব্যাপারটি আমার দেশকে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক সদস্য। তিনি জানান, মূলত লম্বা ইনজুরির ভয়ে তাসকিনের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। লম্বা সময় যেন সার্ভিস পাওয়া যায়, এই চিন্তা করে তাসকিনকে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রামে রাখা হচ্ছে। ডানহাতি এই পেসারকে বিশ্রাম দেওয়া হলে কেমন হবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের ক্রিকেটপাড়ায়।

তাসকিনের বদলি হিসেবে পেসার খেলানো হলে সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ। এ ছাড়া একাদশে সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন তরুণ পেসার নাহিদ রানাও। পেসার কমানো হলে তাসকিনের বদলি হতে পারেন রিশাদ হোসেন। সেক্ষেত্রে তানভীর ইসলাম খেলবেন দ্বিতীয় ওয়ানডেতে। অভিষেকে দারুণ বোলিং করা তানভীর একাদশে থাকা না থাকা অবশ্য পুরোপুরি নির্ভর করছে কম্বিনেশনের ওপর।

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত