তানজিদের নতুন রেকর্ড

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ২০: ৪১

দশম ওভারের চতুর্থ বলে খাইরি পিয়েরিকে লং অনের ওপর দিয়ে চার হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের এক হাজার পূর্ণ করেন ওপেনার তানজিদ তামিম। নবম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তানজিদ।

টি-টোয়েন্টিতে এক হাজার পূর্ণ করতে মাত্র ৪২ ইনিংস সময় নিয়েছেন তিনি। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এটাই সবচেয়ে দ্রুততম হাজার রান করার রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের দখলে। তার সময় লেগেছিল ৪৫ ইনিংস।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে তৃতীয় দ্রুততম এক হাজার করার রেকর্ড সাবেক ওপেনার তামিম ইকবালের দখলে। তার সময় লেগেছিল ৪৯ ইনিংস। চার নম্বরে যৌথভাবে আছেন সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব ও লিটনের লেগেছিল ৫১ ইনিংস সময়। পঞ্চম অবস্থানে থাকা সৌম্য সরকারের লেগেছিল ৫৪ ইনিংস।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রান

তানজিদ তামিম- ৪২ ইনিংস (৪২ ম্যাচ)

তাওহিদ হৃদয়- ৪৫ ইনিংস (৫০ ম্যাচ)

তামিম ইকবাল- ৪৯ ইনিংস (৪৯ ম্যাচ)

সাকিব আল হাসান- ৫১ ইনিংস (৫১ ম্যাচ)

লিটন দাস- ৫১ ইনিংস (৫২ ম্যাচ)

সৌম্য সরকার- ৫৪ ইনিংস (৫৪ ম্যাচ)

আফিফ হোসেন- ৫৫ ইনিংস (৬০ ম্যাচ)

মুশফিকুর রহিম- ৫৯ ইনিংস (৬৭ ম্যাচ)

মাহমুদউল্লাহ রিয়াদ- ৬০ ইনিংস (৬৭ ম্যাচ)

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

ক্রিকেট
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত