আইপিএল

ব্রুককে দিয়ে নতুন নিয়মের প্রয়োগ শুরু

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ১৬: ২৭
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৬: ৫২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পাওয়ার পর সরে দাঁড়ালে শাস্তির বিধানটি এবারই প্রথম চালু করেছে কর্তৃপক্ষ। এই নিয়মের প্রথম বলি হলেন হ্যারি ব্রুক। আইপিএলের পরবর্তী দুই আসর থেকে নিষিদ্ধ হয়েছেন এই তারকা ক্রিকেটার।

আইপিএলের ১৮তম আসরের নিলাম থেকে ছয় কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে দলে টানে দিল্লি ক্যাপিটালস। যদিও জাতীয় দলকে প্রাধান্য দিয়ে সম্প্রতি কোটি টাকার টুর্নামেন্টের আসন্ন আসর থেকে নিজেকে সরিয়ে নেন ইংলিশ ক্রিকেটার। তাই আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিতই ছিল ব্রুকের জন্য। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। আইপিএলের ২০২৬ ও ২০২৭ সালের আসরে খেলতে পারবেন না ব্রুক।

বিজ্ঞাপন

নতুন নিয়ম অনুযায়ী, নিলামে দল পাওয়ার পর উপযুক্ত কারণ ছাড়া নিজের নাম তুলে নিলে সেই ক্রিকেটারকে পরবর্তী দুই আসর থেকে নিষিদ্ধ করা হবে। অর্থ্যাৎ চোট ছাড়া কেবলমাত্র ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে সরে দাঁড়ালে এই শাস্তি পেতে হবে। মূলত নিলামের পর হঠাৎ করে ক্রিকেটারদের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বিপাকে ফেলে দেয় ফ্র্যাঞ্চাইজিদের। এই সমস্যা থেকে বের হয়ে আসতে নতুন নিয়ম করেছে আইপিএল।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও হতাশ করেছে ইংল্যান্ড। ব্যর্থতার দায় মাথায় নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তার স্থলাভিষিক্ত হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন ব্রুক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত