প্রতিপক্ষ সিঙ্গাপুর

একাদশে নেই জামাল ভূঁইয়া

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ জুন ২০২৫, ১৮: ১৫
আপডেট : ১০ জুন ২০২৫, ১৮: ৪২

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশ চূড়ান্ত করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। গত ভুটানের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে বাদ পড়লেন তিনজন। তারা হলেন- জামাল ভূঁইয়া, সোহেল রানা ও তাজ উদ্দিন। তাদের জায়গায় একাদশে রাখা হয়েছে শমিত সোম, মো. হৃদয় ও শাকিল আহমেদ। এই প্রথমবারের বাংলাদেশ দলের হয়ে খেলবেন কানাডা প্রবাসী শমিত সোম। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচটি শুরু হবে।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ একাদশ

বিজ্ঞাপন

রাকিব হোসেন, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, সৈয়দ শাহ কাজেম, মো. হৃদয়, হামজা চৌধুরী, মো. সাদউদ্দিন, তপু বর্মণ, তারিক রহমান কাজী, শাকিল আহমেদ তপু ও মিতুল মারমা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত