চ্যাম্পিয়ন্স ট্রফি

আম্পায়ারদের তালিকায় সৈকত

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩০

আইসিসির আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা পাওয়ার পর থেকেই ব্যস্ততা বেড়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের। তারই ধারাবাহিকতায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আম্পায়ারিং করবেন এই বাংলাদেশি আম্পায়ার।

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আট দলের টুর্নামেন্টের জন্য ১৫ জন ম্যাচ অফিসিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় আছে সৈকতের নাম।

বিজ্ঞাপন

আইসিসি ঘোষিত ১৫ জন ম্যাচ অফিসিয়ালদের মধ্যে ১২ জন আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে একজন সৈকত। বাকি ৩ জন থাকবেন ম্যাচ রেফারি হিসেবে।

গত ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়ার-ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করতে দেখা গেছে সৈকতকে। সবশেষ ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া মেয়েদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা আছে সৈকতের।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ম্যাচ অফিসিয়ালদের তালিকা:

আম্পায়ার: রিচার্ড ক্যাটেলবোরো, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, কুমার ধর্মসেনা, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আহসান রাজা, রড টাকার, শরফুদ্দৌলা আবনে সৈকত, পল রাইফেল, জোয়েল উইলসন, অ্যালেক্স হোয়ার্ফ।

ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, ডেভিড বুন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত