ডাবল সেঞ্চুরি পর মাঠেই সেজদা খাজার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ১৪: ১৯
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৪: ৩৭

গল টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির দেখা পান উসমান খাজা। তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পাওয়ার পর মাঠেই সিজদা দেন এই ওপেনার।

খাজার এমন উদযাপনের যথার্থতা আছে। লম্বা টেস্ট ক্যারিয়ারে এই প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। গল টেস্টের প্রথম দিন শেষে ১৪৭ রানে অপরাজিত ছিলেন খাজা।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরি তুলে নেন। এজন্য মোকোবেলা করেন ২৯৮ বল। প্রবাথ জয়সুরিয়ার শিকার হওয়ার আগে ২৩২ রান করেন তিনি। এই সংস্করণে তার আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৯৫ রানের। এবার ছাড়িয়ে গেলেন নিজেকে। এটা শ্রীলঙ্কার মাটিতে কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারের প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড।

৩৮ বছর ৪২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি হাঁকান খাজা। অস্ট্রেলিয়ার আর কোনো ওপেনার এতো বছর বয়সে ডাবল সেঞ্চুরির দেখা পাননি। সব মিলিয়ে হিসেব করলে তালিকার দুইয়ে থাকবেন খাজা। অজি ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি আছে কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। ৩৯ বছর ১৪৯ দিন বয়সে এই ডাবল সেঞ্চুরি করেন ব্র্যাডম্যান।

খাজার ডাবল সেঞ্চুরি ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়েছে অস্ট্রেলিয়া। এই রিপোর্ট লেখার সময় ৪ উইকেটে ৫৬০ রান করেছে তারা। তৃতীয় ব্যাটার হিসেবে ১৪১ রান করে আউট হন স্মিথ। সেঞ্চুরির খুব কাছে আছেন জশ ইংলিশ। ৯৬ রানে অপরাজিত আছেন তিনি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত