আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শেষ ওভারের রোমাঞ্চে জিতল চট্টগ্রাম

স্পোর্টস রিপোর্টার

শেষ ওভারের রোমাঞ্চে জিতল চট্টগ্রাম

রাজশাহীর ১২৮ রানের পুঁজি দেখে চট্টগ্রামের পক্ষেই বাজি ধরার লোক ছিল বেশি। তারা জিতেছেও, তবে বেশ ভালোই পরীক্ষা দিতে হলেও বন্দরনগরীর দলটিকে। রাজশাহীর বোলারদের দারুণ দাপটে ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। তবুও জিততে পারেনি। চট্টগ্রামের কাছে ম্যাচ হারে দুই উইকেটের ব্যবধানে।

বিজ্ঞাপন

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ জিততে শেষ ওভারে চট্টগ্রাম রয়্যালসের দরকার ছিল ১০ রান। মেহেরব হোসেনের করা প্রথম দুই বলে চার রান নিয়ে দলকে অনেকটাই এগিয়ে নেন চট্টগ্রামের ব্যাটার হাসান নাওয়াজ। তৃতীয় বলে হাঁকান একটি চার। তাতে শেষ তিন বলে জয়ের জন্য চট্টগ্রামের দরকার ছিল ২ রান। চতুর্থ ও পঞ্চম বলে কোন রান নিতে পারেননি। ফলে শেষ বলে জয়ের জন্য দরকার ছিল ২ রান। মেহেরবের করা বল মিড অনে ঠেলে দুই রান নিয়ে নিশ্চিত করে দেন চট্টগ্রামের জয়।

এমন দারুণ ব্যাটিং করা চট্টগ্রামের টপ ও মিডল অর্ডার গতকাল সফল ছিল না। তাদের ব্যর্থতায় ম্যাচ গড়ায় শেষ ওভারে। ১২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৬৮ রানের মাথায় দলটি হারিয়ে বসে ৫ উইকেটে। সেখান থেকে দলকে টেনে তোলেন আসিফ আলী ও হাসান নাওয়াজ। আসিফের ব্যাটে আসে ২৫ বলে ২৭ রান। আর নাওয়াজ শেষ পর্যন্ত দলের জয় নিশ্চিত করে অপরাজিত ছিলেন ৩৫ বলে ৩৬ রান করেন। এছাড়া শেখ মাহেদির ব্যাটে আসে ২৮ রান। এছাড়া মাঝে আমির জামাল ৪ বলে করেন ৮ রান। এতেই মূলত নিশ্চিত হয় চট্টগ্রাম রয়্যালসের জয়। রাজশাহীর হয়ে বিনুরা ফার্নান্দো ১৮ রানে নেন তিন উইকেট। এছাড়া মেহেরব ২৫ বলে নেন দুই উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর প্রত্যেকটি ব্যাটারই এক রকম উইকেটে থিতু হয়ে থেমেছেন। দলীয় সর্বোচ্চ ১৯ রান করে আসে ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও মেহেরব হোসেনের ব্যাটে। এছাড়া প্রথমবার এবারের বিপিএলে ম্যাচ খেলতে নামা আকবর আলী ১৭ বলে করেন ১৭ রান। চট্টগ্রামের হয়ে আমির জামাল ২৩ রানে নেন তিন উইকেট। শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন দুইটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

রাজশাহী ওয়ারিয়র্স - ১২৮/৯, ২০ ওভার (ওয়াসিম ১৯, মেহেরব ১৯, আমির ৩/২৫)

চট্টগ্রাম রয়্যালস- ১২৯/৮, ২০ ওভার (নাওয়াজ ৩৫, মাহেদি ২৮, বিনুরা ৩/১৮)

ম্যাচসেরা-হাসান নাওয়াজ

ফল-চট্টগ্রাম রয়্যালস দুই উইকেটে জয়ী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন