আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতিবাদে ক্ষুব্ধ ক্রিকেটাঙ্গন

তামিমকে ভারতের দালাল বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

তামিমকে ভারতের দালাল বলায় ক্ষুব্ধ ক্রিকেটাররা

বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে তামিম ইকবাল বলেছিলেন, দেশের স্বার্থ ও ভবিষ্যতের চিন্তা করে যেন সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া তিনি মনে করিয়ে দেন বাংলাদেশ ক্রিকেটের অধিকাংশ রাজস্ব আসে আইসিসি থেকে। তাতে লেগেছে বিসিবির আতে ঘা। বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবালকে উদ্দেশ করে লিখেন, ‘পরীক্ষিত ভারতীয় দালাল’।

বিজ্ঞাপন

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক বিবৃতিতে বিসিবিকে প্রতিবাদ লিপি দেওয়ার কথা জানায়। পাশাপাশি এম নাজমুল ইসলামকে ক্ষমা চাওয়ার দাবিও জানায় তারা। পাশাপাশি সিলেটে এক সংবাদ সম্মেলনে পরিচালকদের কোড অব কন্টাক্টের আওতায় আনার দাবিও ছিল তাদের কথায়।

গত পরশু রাতে তামিমকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেওয়া বিসিবি পরিচালক এম নাজমুল হোসেন নিজের ফেসবুক পোস্ট স্ট্যাটাস গতকাল দুপুরে পোস্ট সম্পাদনা করেন। সেখানে ‘দালাল’ শব্দটি পরিবর্তন করে লিখেন ‘এজেন্ট’। তবে ততক্ষণে তার পুরোনো পোস্ট ভাইরাল হয়ে যায়। তাতে তৈরি হয় সমালোচনার ঝড়। তামিমকে এভাবে অসম্মান করায় ক্ষুব্ধ হয়ে পড়েন ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটাররা নিজেদের ক্ষোভ প্রকাশ করেন। পরে এক বিবৃতিতে এম নাজমুল ইসলামের বিপক্ষে প্রতিবাদ লিপি দেয় কোয়াব। পাশাপাশি পরিচালকদের বিপক্ষেও কোড অব কন্টাক্ট তৈরির অনুরোধও ছিল কোয়াবের।

এ নিয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘বিসিবি সভাপতির কাছে ইতোমধ্যে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়াসহ তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছি।’ কেন কোড অব কন্টাক্ট থাকা প্রয়োজন সেই ব্যাখ্যায় বলেন মিঠুন বলেন, ‘দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অব কনডাক্ট থাকা উচিত।’

সংবাদ সম্মেলনে নাজমুল ইসলামের কথার সমালোচনা করে মিঠুন আরো বলেন, ‘এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না।’ পাশাপাশি বিসিবির সভাপতি ও এক সহসভাপতি সাবেক অধিনায়ক ও ক্রিকেটার হওয়ার পরও এমন মন্তব্য আসায় হতাশ মিঠুন। তার কথায়, ‘একজন না দুইজন সাবেক অধিনায়ক যখন সভাপতি ও সহসভাপতি পদে আছেন, তারপরও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে…এখন আমি জানি না উনারা কোনো ধরনের পদক্ষেপ নিয়েছেন কি না, উনারা এটা নিয়ে কী করবেন। কিন্তু এটা সত্যিই গ্রহণযোগ্য নয়।’

উল্লেখ্য তামিমকে নিজের এক পোস্টে ‘দালাল’ বলে অবহিত করার পর আরো একটি ফেসবুক পোস্ট করেন এম নাজমুল ইসলাম। সেখানে তামিমকে নিয়ে করার নিজের মন্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উল্লেখ করেন। তবে গতকাল রাত পর্যন্ত হাজারো সমালোচনার মধ্যেও ভুল স্বীকার করে কোনো ধরনের বিবৃতি কিংবা ফেসবুক পোস্ট দেননি এম নাজমুল ইসলাম। উল্টো, গণমাধ্যমে জানান তিনি ক্ষমা চাইবেন না। পাশাপাশি বিসিবি থেকেও এই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করা হয়নি।

এম নাজমুল ইসলাম শেষ পর্যন্ত ক্ষমা না চাইলে অন্য পথে হাঁটার হুমকিটাও দিয়ে রেখেছেন মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘আমরা পরবর্তী পদক্ষেপটা দেখি। আমরা আমরা আনুষ্ঠানিকভাবে এগোচ্ছি। আনুষ্ঠানিকভাবে কোনো রেসপন্স আসে কি না। যদি তারপরে তিনি যদি মনে করে তিনি সঠিক, তখন আমাদেরও তো অধিকার আছে অনেক কিছু করার। তাই না? আমরা আমাদের অধিকার নিয়ে লড়ব।’

তামিমের এই বক্তব্যের পর বোর্ড পরিচালকের মন্তব্যে তেলে বেগুনে জ্বলে ওঠা কোয়াব কেন মোস্তাফিজুর রহমানের বিষয়ে কেন চুপচাপ ছিল? এই প্রশ্নের জবাবে মোহাম্মদ মিঠুন বলেন, ‘আপনারা হয়তোবা জানেন না, আমরা মুস্তাফিজের সঙ্গে আলোচনা করেছি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে, যে আমরা মুস্তাফিজকে নিয়ে কী কী করতে পারি, আমরা কোন কোন পদক্ষেপ নিতে পারি।’

এছাড়া কোয়াবের এই সংবাদ সম্মেলনে বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ দলের যাওয়ার ব্যাপারে থাকা অনিশ্চয়তা নিয়েও প্রশ্ন ওঠে। ব্যাপারটি বিসিবির ওপর ছেড়ে দিয়েছেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আমি চাই বাংলাদেশ দল বিশ্বকাপ খেলুক।’

পাশাপাশি খেলা ও রাজনীতিকে একসঙ্গে না করার অনুরোধটাও ছিল মিঠুনের কথায়। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। খেলোয়াড়রা কেন বঞ্চিত হবে বিশ্বকাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর ওয়াস্তে আপনারা রাজনীতির সঙ্গে মিলাবেন না। রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...