কোচিং কোর্সে সানজিদা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৩: ০০
সানজিদা আক্তার

বাংলাদেশ জাতীয় নারী দলে ডাক পাননি সানজিদা আক্তার। বর্তমানে ভুটান লিগে থিম্পু সিটির হয়ে খেলছেন। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করার পর থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ফুটবলার বাফুফের কোচিং কোর্সে নাম লিখিয়েছেন। এরই মধ্যে কোচিং কোর্সে অংশ নিতে ক্লাব থিম্পু সিটি থেকে ছুটি নিয়ে দেশে এসেছেন সানজিদা।

বিজ্ঞাপন

গত সোমবার থেকে বাফুফের উদ্যোগে এএফসি ‘বি’ কোচিং কোর্স শুরু হয়েছে। অন্যদিকে, এশিয়া কাপ নিশ্চিত করা দলের অন্যতম সদস্য শিউলি আজিমও ‘বি’ লাইসেন্স কোর্স করছেন। পাঁচ নারী ফুটবলার কোচিং কোর্স করছেন। বাফুফে আয়োজিত কোচিং কোর্সে মোট ২৪ জন অংশ নিয়েছেন। ‘বি’ লাইসেন্স কোচিং কোর্সের ফি ৫০ হাজার টাকা। নারী ফুটবলারদের কোচিংয়ে উৎসাহিত করতে তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা রাখা হয়।

এবারের ‘বি’ লাইসেন্সের প্রথম অংশ ৭ থেকে ১৭ জুলাই ও দ্বিতীয় অংশ ১৯ থেকে ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ইনস্ট্রাক্টর হিসেবে কোর্স পরিচালনা করছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত