প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে নোমানের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৩: ২১

টেস্টে প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে হ্যাটট্রিকের ইতিহাস গড়লেন নোমান আলি। মুলতান ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে এই কীর্তি গড়েন নোমান।

আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১২তম ওভারে হ্যাটট্রিকের দেখা পান নোমান। সে ওভারের প্রথম বলে ১ রান করা জাস্টিন গ্রিভসকে বাবর আজমের হাতে ক্যাচে পরিণত করেন এই বাঁহাতি স্পিনার।

বিজ্ঞাপন

পরের বলে টেবিন ইমলাচকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নোমান। গোল্ডেন ডাক মেরে ফেরেন ইমলাচ। কেভিন সিনক্লেয়ার প্যাভিলিয়নের পথ দেখিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন নোমান। এই আউটেও জড়িয়ে আছে বাবরের নাম।

নিজের মোকাবেলা করা প্রথম বলেই সাবেক অধিনায়কের হাতে ক্যাচ দেন সিনক্লেয়ার। এই উইকেট নেওয়ার পর নোমানকে ঘিরে উল্লাস শুরু করেন পাকিস্তানের ক্রিকেটাররা। এটা টেস্টে পাকিস্তানি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। আগের পাঁচটিই ছিল পেসারদের।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত