আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হারের পর পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

হারের পর পাকিস্তান শিবিরে দুঃসংবাদ

চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ হারে হেরে গেছে পাকিস্তান। সেরা আট দলের টুর্নামেন্টে বাজে শুরুর পর একটি দুঃসংবাদ পেয়ে আয়োজকরা। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলটির ওপেনার ফখর জামান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে এমনটাই জানিয়েছে জিও নিউজ।

গণমাধ্যমটি জানিয়েছে, ফখরের বদলি হিসেবে ইতোমধ্যে ইমাম উল হককে দলে নিয়েছে পাকিস্তান। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ফখর। শাহিন শাহ আফ্রিদির করা সে বলে কাভার ড্রাইভ করেন উইল ইয়াং। বাউন্ডারি লাইন থেকে বল কুড়িয়ে ফেরত পাঠান ফখর। এরপর বিজ্ঞাপন বোর্ডের কাছে বসে পড়েন। কোমরে হাত দিয়ে ব্যথায় তাকরাতে দেখা যায় তাকে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন।

সুস্থ হয়ে নিউজিল্যান্ডের ইনিংসের শেষদিকে ফিল্ডিং করতে নামেন ফখর। ম্যাচের সিংহভাগ সময় ফিল্ডিং না করায় নিয়মের বেড়াজালে পড়ে ইনিংসের গোড়াপত্তন করতে পারেননি। ৪ নম্বরে ব্যাট করতে নামেন তিনি। এদিন ৪১ বলে ২৪ রান করে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন