বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরে বেশকিছু নতুন ফ্রাঞ্চাইজি যুক্ত করবে বিসিবি। ইতোমধ্যে দেশের ক্রিকেটের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে ‘নোয়াখালী রয়্যালস’ নামে দল নিতে আগ্রহ প্রকাশ করেছে সায়ান্স গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠান।
আবেদনপত্রে সায়ান্স গ্লোবাল লিখেছে, ‘সম্প্রতি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ২০২৫ এর ১২তম আসরের ফ্রাঞ্চাইজি মালিকানা অধিকার অর্জনের জন্য আগ্রহ প্রকাশের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে সায়ান্স গ্লোবালের পক্ষ থেকে আমাদের আগ্রহ প্রকাশ করতে চাই ‘নোয়াখালী রয়্যালস’ নামে একটি দলকে ফ্রাঞ্চাইজি হিসেবে অন্তর্ভুক্ত করার।’
সায়ান্স গ্লোবালের মালিক আহমেদ জামিল গণমাধ্যমকে বলেন, ‘আমরা প্রস্তুত আছি। বিপিএলে দল নেওয়ার জন্য যেসব ডকুমেন্টস বিসিবিকে দিতে হবে সেগুলো তৈরি করে রেখেছি। আশা করছি, আমাদের প্রস্তাবকে বিসিবি ইতিবাচকভাবে নেবে এবং নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণ করবে।’
বিপিএলের সবশেষ আসরের শিরোপা জেতে তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল। ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারায় দক্ষিণের ফ্রাঞ্চাইজিটি।

