আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই হয়ে থাকল গাপটিলের শেষ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯: ০৩
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ১৯: ০৫

সবশেষ ২০২২ সালের ১২ অক্টোবর ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন মার্টিন গাপটিল। এরপর আর কোনো আন্তর্জাতিক ম্যাচে দেখা যায়নি তাকে। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি। তাই বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটিই দেশের জার্সিতে শেষ হয়ে থাকল গাপটিলের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেন গাপটিল। এরপর সব সংস্করণ মিলিয়ে কালো জার্সিতে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে তার সংগ্রহ ১৩ হাজার ৪৬৩ রান। ২৩টি সেঞ্চুরি আছে তার নামের পাশে।

বিজ্ঞাপন

বিদায়ী বার্তায় গাপটিল বলেন, ‘সব সময় আমি নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আমি সত্যিই অনেক ভাগ্যবান। আমি দেশের জার্সিতে ৩৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছি। এসব স্মৃতি আমি চিরকাল মনে রাখব। আমার ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ। আমার পরিবারের সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা সব সময় আমার পাশে থেকেছে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত