ফিফা ক্লাব বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
কার্লো আনচেলত্তি বিদায় নিয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন নতুন কোচ। রিয়াল মাদ্রিদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জাবি আলোনসো। অবশেষে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ডাগআউটে অভিষেক হতে যাচ্ছে তার। আলোনসোর প্রথম ম্যাচের প্রতিপক্ষ আল হিলাল। সৌদি প্রো লিগের দলটির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুদল মুখোমুখি হবে আজ বুধবার রাত ১টায়। খেলা হবে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে। আল হিলালও আজ খেলবে নতুন কোচ সিমোনে ইনজাগির অধীনে।
বিদায়ী মৌসুমটা যারপরনাই বাজে কেটেছে রিয়ালের। ঘরোয়া ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ক্লাবটি পায়নি কোনো শিরোপার দেখা। এবার জাবি আলোনসোর হাতধরে সেই শিরোপা খরা কাটাতে চান ভিনিসিয়াস জুনিয়র। আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ বাছাই খেলে যুক্তরাষ্ট্রের মাটিতে রিয়াল সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে ২৪ বছরের এ মেগাস্টার জানিয়েছেন সেই লক্ষ্যের কথা, ‘আমরা ক্লাব বিশ্বকাপ জিততে উন্মুখ। আমরা এটা জেতার জন্য খেলব।’
নতুন মিশনের জন্য নিজেকে ঝালাই করে নিয়েছেন ভিনি। নিজের প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে এ ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমরা খুব কঠোর অনুশীলন করছি, ভ্রমণের কারণে আজ একটু বেশি স্বস্তিতে আছি। আমরা ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ইতোমধ্যেই কোচের সঙ্গে কথা বলেছি। আমি খুব খুশি এবং তার সঙ্গে অনেক কিছু জিততে এখন কাজ চালিয়ে যাওয়ার সময়। এখানে অনেক গরম। ম্যাচটি বেলা ৩টায় (স্থানীয় সময়), আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ খুব কঠিন হতে চলেছে।’
ক্যালিফোর্নিয়ার রোজ বোলে আজ মাঠে নামছে ইন্টার মিলানও। আজ সকাল ৭টায় ইতালিয়ান জায়ান্ট টিমটির প্রতিপক্ষ মেক্সিকোর দল মন্টেরি। আর রাত ১০টায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ক্যাসাব্লাঙ্কার। ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে পেপ গার্দিওলার শিষ্যরা ক্লাব ফুটবলের মহাযজ্ঞ শুরু করবেন মরোক্কোর ক্লাবটির বিপক্ষে।
মুখোমুখি
মন্টেরি-ইন্টার মিলান
ম্যানসিটি-ক্যাসাব্লাঙ্কা
রিয়াল মাদ্রিদ-আল হিলাল
কার্লো আনচেলত্তি বিদায় নিয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন নতুন কোচ। রিয়াল মাদ্রিদের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জাবি আলোনসো। অবশেষে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ডাগআউটে অভিষেক হতে যাচ্ছে তার। আলোনসোর প্রথম ম্যাচের প্রতিপক্ষ আল হিলাল। সৌদি প্রো লিগের দলটির বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দুদল মুখোমুখি হবে আজ বুধবার রাত ১টায়। খেলা হবে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে। আল হিলালও আজ খেলবে নতুন কোচ সিমোনে ইনজাগির অধীনে।
বিদায়ী মৌসুমটা যারপরনাই বাজে কেটেছে রিয়ালের। ঘরোয়া ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ক্লাবটি পায়নি কোনো শিরোপার দেখা। এবার জাবি আলোনসোর হাতধরে সেই শিরোপা খরা কাটাতে চান ভিনিসিয়াস জুনিয়র। আনচেলত্তির কোচিংয়ে ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ বাছাই খেলে যুক্তরাষ্ট্রের মাটিতে রিয়াল সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে ২৪ বছরের এ মেগাস্টার জানিয়েছেন সেই লক্ষ্যের কথা, ‘আমরা ক্লাব বিশ্বকাপ জিততে উন্মুখ। আমরা এটা জেতার জন্য খেলব।’
নতুন মিশনের জন্য নিজেকে ঝালাই করে নিয়েছেন ভিনি। নিজের প্রস্তুতি ও চ্যালেঞ্জ নিয়ে এ ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘আমরা খুব কঠোর অনুশীলন করছি, ভ্রমণের কারণে আজ একটু বেশি স্বস্তিতে আছি। আমরা ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ইতোমধ্যেই কোচের সঙ্গে কথা বলেছি। আমি খুব খুশি এবং তার সঙ্গে অনেক কিছু জিততে এখন কাজ চালিয়ে যাওয়ার সময়। এখানে অনেক গরম। ম্যাচটি বেলা ৩টায় (স্থানীয় সময়), আমাদের প্রস্তুত থাকতে হবে, কারণ খুব কঠিন হতে চলেছে।’
ক্যালিফোর্নিয়ার রোজ বোলে আজ মাঠে নামছে ইন্টার মিলানও। আজ সকাল ৭টায় ইতালিয়ান জায়ান্ট টিমটির প্রতিপক্ষ মেক্সিকোর দল মন্টেরি। আর রাত ১০টায় ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ক্যাসাব্লাঙ্কার। ফিলাডেলফিয়ায় লিঙ্কন ফিন্যান্সিয়াল ফিল্ডে পেপ গার্দিওলার শিষ্যরা ক্লাব ফুটবলের মহাযজ্ঞ শুরু করবেন মরোক্কোর ক্লাবটির বিপক্ষে।
মুখোমুখি
মন্টেরি-ইন্টার মিলান
ম্যানসিটি-ক্যাসাব্লাঙ্কা
রিয়াল মাদ্রিদ-আল হিলাল
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
১৮ মিনিট আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
১ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
১ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
২ ঘণ্টা আগে