সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ড এখন মমিনুলের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৯: ৪৭

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে শর্ট লেগে দাঁড়িয়ে নাহিদ রানার বলে জিম্বাবুয়ের ব্যাটার বেন কারানের তুলে দেওয়া ক্যাচ তালুবন্দি করেন মমিনুল হক। তাতে শুধু বেন কারান আউট হননি, নতুন এক রেকর্ডও গড়েছেন মমিনুল হক। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে টপকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড এখন তার দখলে। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ ক্যাচ নিয়েছেন মিরাজ। তিন নম্বরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ টেস্টে নিয়েছেন ৩৮ উইকেট। চার নম্বরে থাকা ইমরুল কায়েস নিয়েছেন ৩০ ও পাঁচ নম্বরে থাকা সাকিব আল হাসান নিয়েছেন ২৯ ক্যাচ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত