সূর্যের ফেরার লড়াই

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৮: ৩৪

পুনর্বাসন শেষে এখন অনেকটাই সুস্থ সূর্যকুমার যাদব। ইতোমধ্যে ব্যাটিংয়ে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। আসন্ন এশিয়া কাপ দিয়ে ভারতীয় দলে ফেরার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

সবশেষ গত ১ জুন স্বীকৃত ক্রিকেটে দেখা গেছে সূর্যকে। সেদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামেন তিনি। সে মাসেই জার্মানিতে স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচার করান সূর্য।

বিজ্ঞাপন

অস্ত্রোপচারের পর বেশ কিছুদিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, ক্রিকেটে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে এবার ব্যাঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে (জাতীয় একাডেমি) ব্যাটিং অনুশীলন শুরু করেছেন সূর্য।

পুনর্বাসন শেষে ব্যাটিংয়ে ফিরলেও এখনও সূর্যকে পর্যবেক্ষণে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল বিভাগ। ম্যাচ খেলার জন্য প্রস্তুত কিনা সেটা পরখ করার জন্য ধীরে ধীরে তার ওয়ার্কলোড বাড়িয়ে দেওয়া হবে। এরপর সার্বিক ফলাফল বিবেচনায় সিদ্ধান্ত নেবে বিসিসিআই।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত