পাথর লুটের বিরুদ্ধে সরব রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৪: ০৭

লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রুবেল হোসেন। মাঠের খেলায় আলোচনার বাইরে থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করে প্রায়ই খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের এক সময়কার এই নিয়মিত মুখ। এবার সিলেটে পাথর লুট হওয়া নিয়ে সরব হলেন রুবেল।

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই প্রশাসনের দূর্বলতায় সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথরের পাথর লুট শুরু হয়। গত কিছুদিনে এর মাত্রা ছিল কয়েকগুণ বেশি। লুটেরাদের তাণ্ডবে জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি এখন প্রায় পাথরহীন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ- বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের ইশারায় পাথর লুটের ঘটনা ঘটছে। সবচেয়ে বেশি আঙুল উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের বিরুদ্ধে।

গত কয়েকদিনে পাথর লুটের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠে। জড়িতদের বিরুদ্ধে ধিক্কার জানানোর পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আবেদন জানিয়ে আসছেন সাধারণ মানুষ ও পর্যটকরা।

তারই ধারাবাহিকতায় সবশেষ সাদাপাথরের সৌন্দর্যকে টিকিয়ে রাখার আবেদন জানালেন রুবেল। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এই ডানহাতি পেসার লিখেছেন, ‘সিলেটের সাদা পাথর নেই তো, হারাবে সিলেটের সৌন্দর্যের গল্প। সাদা পাথর লুটেদের থামাও— প্রকৃতি লুট নয় প্রকৃতি রক্ষা করুন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত