এশিয়া কাপ

বাংলাদেশের সম্ভাবনা দেখছেন বুলবুল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ৩৫
আমিনুল ইসলাম বুলবুল

হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। এ টুর্নামেন্টে বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ দল নিয়ে অনেক আত্মবিশ্বাসী সাবেক এই অধিনায়ক। আজ মিরপুরে সংবাদমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি বলেন, ‘প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। এটা এমন একটি সংস্করণ- যেখানে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন। আমি খুবই আত্মবিশ্বাসী এ দলটি নিয়ে।’

বিজ্ঞাপন


৩৯ বছর ধরে এশিয়া কাপ খেলছে বাংলাদেশ। এর মধ্যে তিনবার ফাইনালে উঠলেও ট্রফি জয়ের স্বাদ পায়নি তারা। তবে এবার দীর্ঘদিনের আক্ষেপ ঘুচানোর স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে আমিরাতে গেছেন লিটনরা।

আইসিসিতে চাকরি করার সুবাদে আমিরাতের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা রয়েছে আমিনুল ইসলাম বুলবুলের। তার মতে, চলমান এশিয়া কাপে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিং পার্থক্য গড়ে দেবে। তিনি বলেন, ‘এই সংস্করণে একই রকমের বোলিং ও ব্যাটিং সব দলই করে। কিন্তু রানিংয়ে যদি বাড়তি ১৫ রান করতে পারি আমরা কিংবা ফিল্ডিংয়ে যদি আর ১০টি রান বাঁচাতে পারি, তবে এই ২৫টি রান হবে নির্ধারক ব্যাপার।’


গ্রুপ পর্বে বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ মনে করা হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে। কেননা, আমিরাতের মাঠে খেলে অভ্যস্ত আফগানরা। আর সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও আমিরাতের মতো উইকেটে বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। তবে এ দুটি দলকে হারানোর শক্তি-সামর্থ্য আছে বাংলাদেশের। বুলবুল বলেন, ‘তাদের ঘরের মাঠের বাড়তি সুবিধা তারা (আফগানিস্তান) পেতে পারে। তারপরও আমাদের খেলোয়াড়দের যে স্কিল সেট আছে, তাতে আমি নিশ্চিত তারা তাদের সর্বস্বটা দিলে ভালো করতে পারবে।’


টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের সাফল্য নিয়ে এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ দল। আধুনিক টি-টোয়েন্টি ক্রিকেট কীভাবে খেলতে হয়, সেটি সম্প্রতি দেখিয়ে দিয়েছেন লিটনরা। পর্যাপ্ত প্রস্তুতিও নিয়েছে দল। যদি সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারে বাংলাদেশ, তাহলে এশিয়া কাপে ভালো কিছুই অপেক্ষা করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত