সালাহর প্রশ্নে নিরব উয়েফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৩: ৪৪
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১৩: ৫৬

ফিলিস্তিনের ওপর ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ করে আগেও একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন মোহাম্মদ সালাহ। আরো একবার ফিলিস্তিন ইস্যুতে কথা বলে আলোচনায় আসলেন মিশরীয় ফরোয়ার্ড। এবার ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থাকে (উয়েফা) প্রশ্নের মুখে ফেলেছেন তিনি।

সম্প্রতি ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের তারকা ফুটবলার সুলেইমান আল ওবেইদ। দারুণ ফুটবলীয় দক্ষতার কারণে তিনি ফিলিস্তিনের পেলে হিসেবে পরিচিত ছিলেন। প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, গত বুধবার ত্রাণের অপেক্ষায় থাকা মানুষদের ওপর হামলা চালায় ইসরাইল।

বিজ্ঞাপন

সে হামলায় নিহতদের একজন সুলেইমান। বাকিদের মতো ৪১ বছর বয়সী ফুটবলারও তখন ত্রাণের অপেক্ষায় ছিলেন। আর বেঁচে ফিরতে পারেননি ২৪টি আন্তর্জাতিক ম্যাচে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করা সুলেইমান।

শোক জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সুলেইমানের একটি ছবি পোস্ট করে উয়েফা। ক্যাপশনে সংস্থাটি লিখেছে, ‘ফিলিস্তিনের পেলে সুলেইমান ওবেইদকে বিদায় জানানো হচ্ছে। সে দারুণ একজন প্রতিভাবান ছিলেন। খারাপ সময়েও অসংখ্য শিশুদের আশা জুগিয়ে গেছেন।’

উয়েফার সেই পোস্ট নিজের এক্সে শেয়ার করেছেন সালাহ। ক্যাপশনে লিভারপুল তারকা লিখেছেন, ‘আমাদের বলতে পারবেন সুলেইমান কোথায়, কিভাবে এবং কেন মারা গেল?’

সালাহর সেই প্রশ্নের উত্তর দেয়নি উয়েফা। খেলাধুলাভিত্তিক গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে- বিষয়টি নিয়ে কিছু বলবে না উয়েফা।

২০০৭ সালে ফিলিস্তিনের জার্সিতে অভিষেক হয় সুলেইমানের। জাতীয় দলের হয়ে দুটিসহ ক্যারিয়ারে ১০০’ও ওপর গোল করেছেন এই ফরোয়ার্ড।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত