বিসিবি নির্বাচন

শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন যারা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০৭: ৩০

বিসিবি নির্বাচনের আগে গতকাল খানিকটা উত্তেজনা ছড়ালেন জামালপুর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান। এর আগে পরশু দিন নির্বাচন থেকে সরে দাঁড়ান মেজর ইমরোজ আহমেদ, লুৎফর রহমান বাদল ও হাসিবুল আলম। মোট চার প্রার্থী নির্ধারিত সময়ের পর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ক্লাব ক্যাটাগরির ১৬ জনসহ বেশ প্রায় অর্ধেক প্রার্থী বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এবার বিসিবি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সরে দাঁড়ান চারজন। তারা হলেন- আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান, মেজর ইমরোজ আহমেদ, লুৎফর রহমান বাদল ও হাসিবুল আহমেদ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত