ফিলিস্তিনের পক্ষ নিয়ে পোস্ট

চাকরি হারানো সেই সাংবাদিকের পাশে খাজা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ১৯

গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে চাকরি হারান অস্ট্রেলিয়ার ক্রিকেট সাংবাদিক পিটার লালর। এবার তার পাশে দাঁড়ালেন দেশটির তারকা ক্রিকেটার উসমান খাজা।

সম্প্রতি ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর আক্রমণের একটি পোস্ট রিটুইট করেন লালর। এজন্য তাকে এসইএন রেডিও’র ধারাভাষ্যকারের পদ থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ। তিনি যখন চাকরি হারানোর মেইল পান তখন অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের প্রথম টেস্ট চলছিল। এসইএন রেডিও কর্তৃপক্ষের অভিযোগ, লালরের ওই টুইটটি অ্যান্টি সেমেটিজম বা ইহুদি বিদ্বেষী।

বিজ্ঞাপন

এভাবে লালরের চাকরি হারানোর বিষয়টা মেনে নিতে পারছেন না খাজা। এই সাংবাদিকের সমর্থনে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে খাজা লিখেছেন, ‘এটা অবিশ্বাস্য। গাজার মানুষের পক্ষ নিয়ে দাঁড়ানো মানেই ইহুদি বিদ্বেষ নয়। অস্ট্রেলিয়ায় থাকা আমার ইহুদি ভাই বোনদের বিরুদ্ধে দাঁড়ানোর মতো বিষয় এখানে নেই। এটা হচ্ছে ইসরায়েল সরকার ও তাদের গৃণ্য কর্মকাণ্ডের প্রতিবাদ। এই পোস্টের মাধ্যমে লালর মানবাধিকার ও ন্যায়বিচারের পক্ষ নিয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় হলো, ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা সব সময় বিদ্যমান থাকবে। পিটার খুবই ভালো মনের একজন মানুষ। তার ভালো কিছু প্রাপ্য।’

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত