স্বপ্নপূরণের পথে ৩১ বছর বয়সী ওয়েবস্টার

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ০৪

গত ডিসেম্বরেই ৩১ বছর বয়সে পা রাখেন বু ওয়েবস্টার। যদিও এখনও অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার। অবশেষে জাতীয় দলে অভিষেকের স্বপ্নপূরণ হচ্ছে এই সিমিং অলরাউন্ডারের।

বোর্ডার-গাভাস্কার ট্রফির পঞ্চম তথা শেষ ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য ম্যাচটির জন্য একদিন আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। সে একাদশে আছেন ওয়েবস্টার।

বিজ্ঞাপন

প্রথম শ্রেণীর ক্রিকেটে ওয়েবস্টারের সংগ্রহ ১ হাজার ৭৮৮ রান। ৩ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন ৯টি ফিফটি। শেফিল্ড শিল্ডের সবশেষ মৌসুমে ৫৮.৬২ গড়ে করেন ৯৩৮ রান। এছাড়া বল হাতে নেন ৩০ উইকেট।

ওয়েবস্টার একাদশে জায়গা পাওয়ায় সিডনি টেস্ট থেকে বাদ পড়েছেন মিচেল মার্শ। অফফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন এই তারকা ক্রিকেটার। চলমান সিরিজের প্রথম ৪ টেস্টে ব্যাট হাতে করেছেন মাত্র ৭৩ রান। অন্যদিকে বল হাতে নিয়েছেন ৩ উইকেট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত