স্পোর্টস ডেস্ক
লম্বা সময় ধরেই রিয়াল মাদ্রিদের গোল পোস্টের নিচে সবচেয়ে বিশ্বস্ত মুখ থিবো কোর্তোয়া। তার বিশ্বস্ত গ্লাভসে ভর করে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের হাসি হেসেছে লস ব্লাঙ্কোসরা। ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচেও দলের কান্ডারি বনে গেলেন কোর্তোয়া। গড়েছেন দারুণ একটি রেকর্ড।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শুরুতেই ধাক্কা খায় রিয়াল। সপ্তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ জায়ান্টদের রাইট ব্যাক রাউল গঞ্জালেস। বক্সের বাইরে পাচুকার স্ট্রাইকার সলোমন রনডনকে পেছনে থেকে টেনে ফেলে দেন তিনি। ম্যাচের শুরুতেই দশজনের দলে পরিণত হওয়া রিয়াল শেষ পর্যন্ত জয় পেয়েছে কোর্তোয়ার কল্যাণে। ম্যাচে দশটি সেভ দেন এই বেলজিয়ান গোলরক্ষক। যা ক্লাব বিশ্বকাপের নির্দিষ্ট একটি ম্যাচে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ সেভের রেকর্ড।
স্কোরলাইন দেখে অবশ্য ম্যাচের চিত্র বোঝার উপায় নেই। একের পর এক সব আক্রমণে দশজনের রিয়ালকে চেপে ধরে পাচুকা। মেক্সিকান ক্লাবটির ফরওয়ার্ডদের ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে রিয়ালের ডিফেন্ডারদের। তবে পোস্টের নিচে এদিন কোর্তোয়ার অসামান্য দৃঢ়তার কারণে বারবার হতাশ হতে হয়েছে পাচুকাকে। রিয়ালের লক্ষ্য বরাবর ১১টি শট নিয়ে একবার গোলের দেখা পেয়েছে ক্লাবটি। বিপরীতে তিনটি শট লক্ষ্যে রেখে শতভাগ সাফল্য পেয়েছে রিয়াল।
৩৫ মিনিটে পাচুকার ডেডলক ভাঙেন রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহাম। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের। ৭০ মিনিটে পাচুকার জালে শেষ পেরেক ঠুঁকে দেন ফেদে ভালভার্দে। নির্ধারিত সময়ের দশ মিনিট আগে পাচুকার হয়ে সান্তনাসূচক গোলটি করেন ইলিয়াস মন্টিয়েল।
রিয়ালের প্রধান কোচ হিসেবে এটা জাবি আলোনসোর প্রথম জয়। গত ১৯ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে জায়ান্টদের ডাগআউটে অভিষেক হয়েছিল তার। সে ম্যাচে গোলশূন্য ড্র করে রিয়াল।
পাচুকার বিপক্ষে জিতে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল। দুই ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আরবি সালজবার্গ।
লম্বা সময় ধরেই রিয়াল মাদ্রিদের গোল পোস্টের নিচে সবচেয়ে বিশ্বস্ত মুখ থিবো কোর্তোয়া। তার বিশ্বস্ত গ্লাভসে ভর করে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের হাসি হেসেছে লস ব্লাঙ্কোসরা। ক্লাব বিশ্বকাপে পাচুকার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচেও দলের কান্ডারি বনে গেলেন কোর্তোয়া। গড়েছেন দারুণ একটি রেকর্ড।
ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে শুরুতেই ধাক্কা খায় রিয়াল। সপ্তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ জায়ান্টদের রাইট ব্যাক রাউল গঞ্জালেস। বক্সের বাইরে পাচুকার স্ট্রাইকার সলোমন রনডনকে পেছনে থেকে টেনে ফেলে দেন তিনি। ম্যাচের শুরুতেই দশজনের দলে পরিণত হওয়া রিয়াল শেষ পর্যন্ত জয় পেয়েছে কোর্তোয়ার কল্যাণে। ম্যাচে দশটি সেভ দেন এই বেলজিয়ান গোলরক্ষক। যা ক্লাব বিশ্বকাপের নির্দিষ্ট একটি ম্যাচে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ সেভের রেকর্ড।
স্কোরলাইন দেখে অবশ্য ম্যাচের চিত্র বোঝার উপায় নেই। একের পর এক সব আক্রমণে দশজনের রিয়ালকে চেপে ধরে পাচুকা। মেক্সিকান ক্লাবটির ফরওয়ার্ডদের ঠেকাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে রিয়ালের ডিফেন্ডারদের। তবে পোস্টের নিচে এদিন কোর্তোয়ার অসামান্য দৃঢ়তার কারণে বারবার হতাশ হতে হয়েছে পাচুকাকে। রিয়ালের লক্ষ্য বরাবর ১১টি শট নিয়ে একবার গোলের দেখা পেয়েছে ক্লাবটি। বিপরীতে তিনটি শট লক্ষ্যে রেখে শতভাগ সাফল্য পেয়েছে রিয়াল।
৩৫ মিনিটে পাচুকার ডেডলক ভাঙেন রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহাম। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের। ৭০ মিনিটে পাচুকার জালে শেষ পেরেক ঠুঁকে দেন ফেদে ভালভার্দে। নির্ধারিত সময়ের দশ মিনিট আগে পাচুকার হয়ে সান্তনাসূচক গোলটি করেন ইলিয়াস মন্টিয়েল।
রিয়ালের প্রধান কোচ হিসেবে এটা জাবি আলোনসোর প্রথম জয়। গত ১৯ জুন আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে জায়ান্টদের ডাগআউটে অভিষেক হয়েছিল তার। সে ম্যাচে গোলশূন্য ড্র করে রিয়াল।
পাচুকার বিপক্ষে জিতে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে রিয়াল। দুই ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আরবি সালজবার্গ।
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৫ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৬ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৬ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৯ ঘণ্টা আগে