নাজমুল হক হিমেল
আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটতে নামার আগে ইউটিউব, অনলাইনের মাধ্যমে রিসার্চ করেছিলাম। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা- ঠান্ডা পানি, জেলিফিশ আর সি সিকনেস (বোট হেলে-দুলার কারণে মাথাব্যথা ও বমি বমি ভাব)। ওয়েবসাইটে দেখি- বেশির ভাগ মানুষ সি সিকনেসে ভুগে। আমি জেলিফিশ সাধারণ সমুদ্রে, অ্যাকুরিয়ামে কিংবা অন্য জায়াগায় দেখেছি। তবে এই ফিশের সঙ্গে কখনো সংস্পর্শে আসা হয়নি। আটলান্টিক মহাসাগরে ঢেউ আর সি সিকনেস আমাকে বেশি ভোগায়। এটি আমার সবচেয়ে বেশি মনে থাকবে। আর জেলিফিশের ব্যাপারে বলব- আমি যখন সুইমিং করি, খুব এটা বেশি দেখিনি। যা দেখেছি কিংবা আমার আশপাশে ছিল, তাতে কিছুটা ভয় লেগেছিল। আমার কাছেই একটা ভাসছিল। একটা ঢেউ এসে দুজনকে দিকে নিয়ে যায়। জেলিফিশ সাঁতার কাটতে পারে না। পানিতে ভেসে থাকে। আমার সংস্পর্শে থাকলে চামড়ার সঙ্গে লেগে যেত। ভয় লাগছিল যে, জেলিফিশ যদি না আমার শরীরে পেঁচিয়ে থাকে। কারণ এ রকম হয়েই থাকে। জেলিফিশের ওপর দিয়ে সুইমিং করব- এটা কখনো ভাবিনি। এটি খুবই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
আমাদের লাস্ট ফিনিশিং ম্যান ছিল মাহফিজুর রহমান সাগর। যখন ও হাত তুলল সে পানিতে নেই, ফিনিশিং লাইনে পানি স্পর্শহীন, তখন বোট থেকে হুইসেল দিল যে, সে ক্লিয়ার। আমাদের মধ্যে তখন যে কী উল্লাস, তা ভাষায় প্রকাশ করার মতো না।
আমার বাবা আশির দশকের একজন সাঁতারু। আমার দুই ভাই, তারাও সাঁতারু। তাদের সন্তানও সাঁতারু। পারিবারিকভাবে আমরা যেহেতু সবাই সাঁতারু, আমাদের ইচ্ছা থাকে বড় কিছু করার। আমাদের কেউই অলিম্পিকে যায়নি। এটা আমার মনে আক্ষেপ ছিল। তাই পরিকল্পনা ছিল, বড় একটা ইভেন্টে অংশ নেব। ২০২২ সালে মাহফিজুর রহমান সাঁতারু বলছিল, এই রকম একটা পরিকল্পনার কথা। ও আমাকে অনেক উৎসাহ দিয়েছে। পরে ধাপে ধাপে আমরা এগিয়েছি। যে সাফল্য দেশের মুখ উজ্জ্বল করা যায়, সেটি অর্জন করতে কার না ভালো লাগে। ভবিষ্যতে যদি স্পন্সর পাই তাহলে আবার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা আছে।
* নাজমুল হক হিমেল, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু
আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটতে নামার আগে ইউটিউব, অনলাইনের মাধ্যমে রিসার্চ করেছিলাম। এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা- ঠান্ডা পানি, জেলিফিশ আর সি সিকনেস (বোট হেলে-দুলার কারণে মাথাব্যথা ও বমি বমি ভাব)। ওয়েবসাইটে দেখি- বেশির ভাগ মানুষ সি সিকনেসে ভুগে। আমি জেলিফিশ সাধারণ সমুদ্রে, অ্যাকুরিয়ামে কিংবা অন্য জায়াগায় দেখেছি। তবে এই ফিশের সঙ্গে কখনো সংস্পর্শে আসা হয়নি। আটলান্টিক মহাসাগরে ঢেউ আর সি সিকনেস আমাকে বেশি ভোগায়। এটি আমার সবচেয়ে বেশি মনে থাকবে। আর জেলিফিশের ব্যাপারে বলব- আমি যখন সুইমিং করি, খুব এটা বেশি দেখিনি। যা দেখেছি কিংবা আমার আশপাশে ছিল, তাতে কিছুটা ভয় লেগেছিল। আমার কাছেই একটা ভাসছিল। একটা ঢেউ এসে দুজনকে দিকে নিয়ে যায়। জেলিফিশ সাঁতার কাটতে পারে না। পানিতে ভেসে থাকে। আমার সংস্পর্শে থাকলে চামড়ার সঙ্গে লেগে যেত। ভয় লাগছিল যে, জেলিফিশ যদি না আমার শরীরে পেঁচিয়ে থাকে। কারণ এ রকম হয়েই থাকে। জেলিফিশের ওপর দিয়ে সুইমিং করব- এটা কখনো ভাবিনি। এটি খুবই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা।
আমাদের লাস্ট ফিনিশিং ম্যান ছিল মাহফিজুর রহমান সাগর। যখন ও হাত তুলল সে পানিতে নেই, ফিনিশিং লাইনে পানি স্পর্শহীন, তখন বোট থেকে হুইসেল দিল যে, সে ক্লিয়ার। আমাদের মধ্যে তখন যে কী উল্লাস, তা ভাষায় প্রকাশ করার মতো না।
আমার বাবা আশির দশকের একজন সাঁতারু। আমার দুই ভাই, তারাও সাঁতারু। তাদের সন্তানও সাঁতারু। পারিবারিকভাবে আমরা যেহেতু সবাই সাঁতারু, আমাদের ইচ্ছা থাকে বড় কিছু করার। আমাদের কেউই অলিম্পিকে যায়নি। এটা আমার মনে আক্ষেপ ছিল। তাই পরিকল্পনা ছিল, বড় একটা ইভেন্টে অংশ নেব। ২০২২ সালে মাহফিজুর রহমান সাঁতারু বলছিল, এই রকম একটা পরিকল্পনার কথা। ও আমাকে অনেক উৎসাহ দিয়েছে। পরে ধাপে ধাপে আমরা এগিয়েছি। যে সাফল্য দেশের মুখ উজ্জ্বল করা যায়, সেটি অর্জন করতে কার না ভালো লাগে। ভবিষ্যতে যদি স্পন্সর পাই তাহলে আবার ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার ইচ্ছা আছে।
* নাজমুল হক হিমেল, ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া সাঁতারু
আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
২ ঘণ্টা আগে৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩ ঘণ্টা আগেসেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৩ ঘণ্টা আগেদক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
৪ ঘণ্টা আগে