আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আলভেজের কারাদণ্ড বাতিল করল আদালত

স্পোর্টস ডেস্ক
আলভেজের কারাদণ্ড বাতিল করল আদালত

যৌন নিপীড়নের অভিযোগে চার বছরের কারাদণ্ড হয়েছিল দানি আলভেজের। এবার সে অভিযোগের বিরুদ্ধে আপিল করে সাজা থেকে মুক্তি পেলেন ব্রাজিলের এই তারকা ডিফেন্ডার।

২০২২ কাতার বিশ্বকাপের পর ছুটি কাটাতে স্পেনের বার্সেলোনায় ছিলেন আলভেজ। বাদী ওই নারীর অভিযোগ, সেখানকার একটি নাটইটক্লাবে তাকে ধর্ষণ করেন আলভেজ। ওই নারীর অভিযোগ, অনুমতি ছাড়াই আলভেজ তাকে স্পর্শ করেন। এরপর বাথরুমে নিয়ে তাকে ধর্ষণ করেন।

বিজ্ঞাপন

অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হন ক্লাব ও দেশের হয়ে ৪০টির বেশি শিরোপা জেতা ফুটবলার। যদিও শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আলভেজ।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাকে চার বছরের কারাদণ্ড দেন স্পেনের নিম্ন আদালত। পরের মাসেই এই রায়ের বিরৃদ্ধে আপিল করেন আলভেজ এবং এক মিলিয়ন ইউরোর বিনিময়ে কারাগার থেকে জামিন পান। যদিও ততোদিনে ১৪ মাস জেল খাটা হয়ে গেছে তার। কারা মুক্তি পেয়ে নতুন রায়ের অপেক্ষায় ছিলেন তিনি।

অবশেষে শুক্রবার (২৮ মার্চ) খুশির খবর পেলেন আলভেজ। নতুনকরে মামলার রায় দিতে গিয়ে আগের রায়ে তথ্য ঘাটতির কথা তুলে ধরেন মামলা পরিচালনার দায়িত্বে থাকা কাতালোনিয়ার সর্বোচ্চ আদালতের তিন ম্যাজিস্ট্রেট। তাদের দাবি, উচ্চ আদালতের আগের রায়ে অসম্পূর্ণতা, অসঙ্গতি ও ফাঁকফোকর রয়েছে। তাই সেটা সঠিক মূল্যায়ন হয়নি তাদের কাছে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে স্পেনের সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন ভুক্তভোগী ওই নারী।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়ায় অনেক ক্ষতি হয়ে গেছে আলভেজের। তার সঙ্গে চুক্তি বাতিল করে তখনকার ক্লাব পুমাস। এমনকি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন স্ত্রী জোয়ানা সানস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন