ফুরাল ৭ দশকের অপেক্ষা

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৭: ৪৪
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৭: ৫৬

লিগ কাপের ২০২২-২৩ মৌসুমের ফাইনালে স্বপ্নভঙ্গ হয় নিউক্যাসলের। যদিও এবার আর হতাশ হতে হলো না সৌদি আরব রাজ পরিবারের মালিকানাধীন ক্লাবটিকে। লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে প্রতিযোগিতার প্রথম শিরোপা জিতল নিউক্যাসল।

বিজ্ঞাপন

এর মাধ্যমে দীর্ঘ ৭০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে কোনো শিরোপা জিতল নিউক্যাসল। এর আগে সবশেষ ১৯৫৫ সালে এফএ কাপের শিরোপা জিতেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

শক্তি কিংবা ইতিহাসের বিচারে লিভারপুলের তুলনায় অনেক পিছিয়ে নিউক্যাসল। যদিও ফাইনালে সেটার কোনো প্রতিফল দেখা যায়নি। ওয়েম্বলি স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে লিভারপুলের ওপর প্রধান্য বিস্তার করেছে নিউক্যাসল।

দুই অর্ধে একটি করে গোলের দেখা পায় তারা। ৪৫ মিনিটে বার্নের কল্যাণে এগিয়ে যায়। বিরতি থেকে ফেরার সাত মিনিটের মাথায় ব্যবধান বাড়ান আলেক্সান্ডার ইশাক। লিভারপুলের হয়ে যোগ করা সময়ে সান্তনাসূচক গোলটি করেন ফেডেরিকো চিয়েসা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত