আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সূর্যকুমার-রউফের জরিমানা, ফারহানকে সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক
সূর্যকুমার-রউফের জরিমানা, ফারহানকে সতর্কবার্তা

সূর্যকুমার যাদব রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে আইসিসির কাছে এমন অভিযোগই করেছিল পাকিস্তান। শুনানি শেষে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আচরণবিধি লঙ্ঘনের দায়ে সূর্যকুমারকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছেন। সঙ্গে সূর্যকুমারকে রাজনৈতিক বক্তব্য না দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিসি।



পাকিস্তানের পেসার হারিস রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে হাত নেড়েছিলেন। এ অপরাধে রউফকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর ওপেনার সাহিবজাদা ফারহান একে-৪৭ বন্দুক চালানোর মতো ভঙ্গিতে ফিফটি উদযাপন করেন। তবে ফারহানকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ইএসপিএন ক্রিকইনফো দিয়েছে এ খবর।


১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছিলেন সূর্যকুমার।সূর্যকুমার সংবাদ সম্মেলনে তার দলের জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করেন।
তার এই বক্তব্য রাজনৈতিক বলে আখ্যা দেয় পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। অভিযোগ করে আইসিসিতে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন