
স্পোর্টস ডেস্ক

আসন্ন অ্যাশেজের প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স না খেললে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। এমনটাই জানিয়েছেন অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি। ২০২৫ সালের পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হবে ২১ নভেম্বর পার্থে।
পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে কামিন্স প্রথম টেস্ট মিস করতে পারেন, তবে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে বা অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
বেইলি ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে বলেন, ‘যদি প্যাট না খেলে, তাহলে স্মাজ (স্মিথ) অধিনায়কত্ব করবে। এটা আমাদের জন্য স্বাভাবিক প্রক্রিয়া। আগেও এই ফর্মুলা ভালো কাজ করেছে। প্যাট খেলুক বা না খেলুক, সে দলের সঙ্গেই থাকবে। সে পুনর্বাসনে থাকবে, প্রস্তুতি নেবে, বোলিং করবে। তাই দলীয় সমন্বয় ও নেতৃত্বের যোগাযোগ ঠিক আগের মতোই থাকবে।'
বেইলি আরও বলেন জানান, স্মিথ পুরোপুরি প্রস্তুত এবং নেতৃত্ব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি। ‘স্টিভ দেশে ফিরেই পরদিন নিউ সাউথ ওয়েলসে ব্যাটিং শুরু করেছে। আমরা প্রত্যেক খেলোয়াড়ের প্রস্তুতি তাদের নিজস্ব পদ্ধতিতে সাজাতে দিয়েছি। আমি নিশ্চিত, স্মিথ সময়মতো প্রস্তুত থাকবে।’

আসন্ন অ্যাশেজের প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স না খেললে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। এমনটাই জানিয়েছেন অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি। ২০২৫ সালের পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ শুরু হবে ২১ নভেম্বর পার্থে।
পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের কারণে কামিন্স প্রথম টেস্ট মিস করতে পারেন, তবে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে বা অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
বেইলি ‘সিডনি মর্নিং হেরাল্ড’-কে বলেন, ‘যদি প্যাট না খেলে, তাহলে স্মাজ (স্মিথ) অধিনায়কত্ব করবে। এটা আমাদের জন্য স্বাভাবিক প্রক্রিয়া। আগেও এই ফর্মুলা ভালো কাজ করেছে। প্যাট খেলুক বা না খেলুক, সে দলের সঙ্গেই থাকবে। সে পুনর্বাসনে থাকবে, প্রস্তুতি নেবে, বোলিং করবে। তাই দলীয় সমন্বয় ও নেতৃত্বের যোগাযোগ ঠিক আগের মতোই থাকবে।'
বেইলি আরও বলেন জানান, স্মিথ পুরোপুরি প্রস্তুত এবং নেতৃত্ব দেওয়ার জন্য মানসিকভাবে তৈরি। ‘স্টিভ দেশে ফিরেই পরদিন নিউ সাউথ ওয়েলসে ব্যাটিং শুরু করেছে। আমরা প্রত্যেক খেলোয়াড়ের প্রস্তুতি তাদের নিজস্ব পদ্ধতিতে সাজাতে দিয়েছি। আমি নিশ্চিত, স্মিথ সময়মতো প্রস্তুত থাকবে।’

শনিবার নার্ভাস নাইনটিতে সাজঘরে ফিরেছিলেন শাহ পরান ও অমিত হাসান। আজ তাদের মতো চট্টগ্রামে আউট হয়েছেন সৌম্য সরকার। খুলনার এ ব্যাটসম্যান চট্টগ্রামের বিপক্ষে ব্যক্তিগত ৯২ রানে উইকেট সঁপে দিয়েছেন শাহ পরানের হাতে। সৌম্যর খুলনা দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে।
২০ মিনিট আগে
কম তো নয়, টানা দশ জয়। দাপুটে পারফরম্যান্সে জয়রথে চেপে এগিয়ে যাচ্ছিল আর্সেনাল। অবশেষে তাদের জয়যাত্রা থামিয়ে দিয়ে ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে চলতি মৌসুমে চমক দেখিয়ে যাওয়া সান্ডারল্যান্ড। গত শনিবার রাতে সবার ওপরে থাকা গানারদের ২-২ গোলে রুখে দিয়েছে চারে থাকা রেগিস লি ব্রিসের শিষ্যরা।
৩৫ মিনিট আগে
ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় হকি দল। লক্ষ্য বিশ্বকাপ হকির প্লে অফ সিরিজে বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলা। শনিবার রাতে পাকিস্তানের খেলোয়াড়রা এলেও দলের সঙ্গে আসেননি দলটির প্রধান কোচ তাহির জামান। শেষ মুহূর্তে সফর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
১ ঘণ্টা আগে
জয়ের জন্য ৩ বলে হংকংয়ের প্রয়োজন ছিল ১৭ রান। কিন্তু স্বাগতিক ব্যাটসম্যানদের সামাল দিতে পারেননি আকবর আলী। বাংলাদেশ অধিনায়কের করা তিন বলেই ছক্কা হাঁকিয়ে হাতের মুঠোয় থাকা জয় কেড়ে নিয়েছেন আইজাজ খান। একই ওভারে আইজাজ ছক্কা মেরেছেন প্রথম দুই বলেও। ছক্কা বৃষ্টির মাঝেই আকবর দেন আবার দুটি ওয়াইড।
১ ঘণ্টা আগে