ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের চোখে স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ২২: ১৮
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ২২: ২১

দেশবরেণ্য ক্রিকেটারদের পাশে পেয়ে আনন্দের বন্যায় ভেসে যাচ্ছেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটাররা। তারা শুধু খুশিই হননি, ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটে সুন্দর ভবিষ্যতের স্বপ্নও দেখতে শুরু করেছেন।

বিজ্ঞাপন

তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ন্যাশনাল প্যারালিম্পিক আয়োজিত দুদিনের ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পের দ্বিতীয় দিনে চারটি বিভাগে অংশগ্রহণ করেন শতাধিক ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটার।

আজ এই উৎসবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম উপস্থিত ছিলেন। আর ভার্চুয়ালি অংশগ্রহণ করেন বিসিবি পরিচালক ও ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট উইং চেয়ারম্যান আকরাম খান।

দুদিনব্যাপী ট্রায়াল ও সিলেকশন ক্যাম্পের প্রথম দিনে তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, হাবিবুল বাশার সুমন, আতহার আলী খান ও খালেদ মাসুদ পাইলট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত